স্বর্ণ পাচার মামলায় বিমানবালার ১০ বছর কারাদণ্ড
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() . গতকাল সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক ফয়সল আতিক বিন কাদের এ দণ্ড দেন। মামলার অপর তিন আসামি সোহেল খাঁ, আসাদুজ্জামান প্রকাশ ওরফে বাপ্পি ও ফরিদ হোসেন জনির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছে আদালত। মৌসুমী গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন। রায় শুনে মৌসুমী ও তার মা-বাবা কান্নায় ভেঙে পড়েন। ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর ইউএস বাংলার বিএস-৩২২ ফ্লাইটে ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছানোর পর বিকেলে বিমানবন্দরে গ্রেপ্তার হন কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমী। ডেল্টা টাইমস্/সিআর/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |