তিন বছর পর রোহিতের ওয়ানডে শতক
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৫:৪০ পিএম আপডেট: ২৪.০১.২০২৩ ৫:৪৭ পিএম

তিন বছর পর ওয়ানডেতে শতরান পেলেন রোহিত শর্মা

তিন বছর পর ওয়ানডেতে শতরান পেলেন রোহিত শর্মা

ফর্মে নেই এটি বলা যাচ্ছিল না। রোহিত শর্মা শুধু শতকটাই পাচ্ছিলেন না। মঙ্গলবার (২৪ জানুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে ইন্দোরে তিনি শতক পেয়েছেন তিন বছর পর। নির্দিষ্ট করে বললে ১১০০ দিন পর। ২০২০ সালের জানুয়ারিতে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৯ রানের ইনিংস খেলেছিলেন। এরপর আজ।  শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিশতক হাঁকানো গিলও শতক পেয়েছেন। দুই শতকে ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে ভারত।

ওয়ানডে ক্রিকেটে রোহিতের শতক না পাওয়াটা বেশ ভাবিয়েই তুলেছিল সবাইকে। অথচ, ৫০ ওভারের ক্রিকেটে তিনটি দ্বিশতকের মালিক তিনি। রোহিত এত দিন অর্ধশতক পেয়েছেন বেশ কয়েকটি, তিন অঙ্কেই শুধু পৌঁছতে পারছিলেন না। যদিও তিনি বলেছিলেন, শতক পাওয়াটা সময়ের অপেক্ষাই তাঁর জন্য। সেই অপেক্ষাটা আজ ফুরিয়েছে ইন্দোরে।

এটি ওয়ানডেতে রোহিতের ৩০তম শতরান। আজকের শতকে তিনি পাশে বসেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের। তিনি এখন পন্টিংয়ের সঙ্গে যৌথভাবে ওয়ানডে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ শতরানের মালিক। রোহিতের সামনে যে দুজন আছেন, তাঁরা দুজনই ভারতীয়—শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের শতকটি রোহিতের দ্বিতীয় দ্রুততম ওয়ানডে শতক। ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি ৮২ বলে তাঁর দ্রুততম শতকটি করেছিলেন।

রোহিতের ইনিংসটি ছিল তাঁর মতোই। ৮৫ বলে ১০১। ৯টি বাউন্ডারি আর ৬টি ছক্কা ছিল তাঁর ইনিংসে। শেষ পর্যন্ত বোল্ড হয়েছেন মিচেল ব্রেসওয়েলের বলে। শুবমান গিল ১১২ করে উইকেটের ডেভন কনওয়েকে ক্যাচ দিয়েছেন ব্লেইর টিকনারের বলে। ৭৮ বলের ইনিংসে গিল বাউন্ডারি মেরেছেন ১৩টি, ছক্কা ৫টি। রোহিত-গিলের ওপেনিং জুটিতে রান এসেছে ২১২।

রোহিত, গিল ফেরার পর বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা বেশিক্ষণ টিকতে পারেননি। টিকতে পারেননি ঈশান কিষানও। কোহলি ২৭ বলে ৩৬ করে ফিরেছেন জ্যাকব ডাফির বলে ফিন অ্যালেনের ক্যাচ হয়ে। সূর্যকুমারকেও ফিরিয়েছেন ডাফি। ঈশান হয়েছেন রানআউট। এই প্রতিবেদন লেখার সময় টসে হেরে ব্যাটিংয়ে নামা ভারতের সংগ্রহ ছিল ৪২ ওভার শেষে ৫ উইকেটে ৩১৩।



ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com