অবিলম্বে গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি
নিজস্ব প্রতিবেদক:
|
![]() অবিলম্বে গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি, সামাজিক যোগযোগ মাধ্যমে নজরদারী ও ফোনে আঁড়িপাতার প্রতিবাদে বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে নেতারা এই কথা বলেন। মোর্চার সমন্বয়ক নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণমুক্তি ইউনিয়নের আহবাক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা বেলার চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শহিদুল ইসলাম প্রমূখ। নেতারা বলেন, এই সরকার গণশুনানীকে বাদ দিয়ে রাতের অন্ধকারে গত ১৪ বছরে খুচরা পর্যায়ে ১১বার বিদ্যুৎ এবং বারবার গ্যাসের দাম বাড়িয়েছে। যার ফলে দেশে প্রত্যকটি পণ্যের দাম বেড়েছে। মানুষের আয় বাড়েনি, অথচ ব্যয় বড়েছে বহুগুন। যার ফলে মানুষের জীবনে চরম দুঃখকণ্ঠের মধ্যে দিনানিপাত করছে। বিদ্যুৎ-গ্যাস-নিত্যপণ্যের দাম বৃদ্ধিকে কাজে লাগিয়ে লুটেরা সরকারের আশিরবাদ পুষ্ট ব্যাবসাী গোষ্ঠী গত ১৪ বছরে দেশে হাজার হাজার কোটিপতি বেড়েছে। তারা এই সব টাকা দেশেও রাখেনি। বিদেশে পাচার করেছে। আজ দেশ এক লুটপাটের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। নেতারা আরও বলেন, সামাজিক যোগযোগ মাধ্যমে নজরদারী ও ফোনে আঁড়িপাতার মাধ্যমে নাগরিকদের জীবনের গোপনীয়তা রক্ষার মৌলিক অধিকার হরণের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। নেতবৃন্দ, দেশের বিদ্যমান শোষণ ও বৈষম্যমূলক অর্থনৈতিক ব্যবস্থাকে সুরক্ষা দেওয়ার জন্যে বৃহৎ ধনিকগোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধি আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবন্ধ হয়ে শ্রমিক-কৃষক জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে যুক্ত হওয়ার আহ্বান জানান। ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |