সুইডেনকে ছাড়াই ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ
রহমান মৃধা
প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ১:৩৭ পিএম

.

.

ধর্মবিদ্বেষী কাজের অনুমোদন দেওয়ায় সুইডিশ সরকারের নিন্দা ও প্রতিবাদ চলছে বিশ্বজুড়ে। সুইডিশ সরকার জানিয়েছে, তারা এই কাজ কোনোভাবেই সমর্থন করে না। তারা ঘটনার নিন্দা করেছে। কিন্তু সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দিতেও রাজি নয়।

এই পরিস্থিতিতে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ন্যাটোর সদস্য হতে না পারলে সুইডেন ও ফিনল্যান্ডের নিরাপত্তার প্রশ্ন আবার সামনে আসবে। এর জন্য ওই বিক্ষোভই দায়ী থাকবে।

সুইডেন ও ফিনল্যান্ড দীর্ঘদিন ধরে নিরপেক্ষতার নীতি নিয়ে চলছিল। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর তারা ন্যাটোয় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা একসঙ্গেই এই বিষয়ে এগোচ্ছিল। কয়েক মাস আগে তুরস্কের সঙ্গে ফিনল্যান্ড ও সুইডেনের সমঝোতাপত্র সই হয়। কিন্তু কোরআন পোড়ানোর ঘটনা পুরো পরিস্থিতি বদলে দিয়েছে।

সুইডেন ও ফিনল্যান্ড দীর্ঘদিন ধরে নিরপেক্ষতার নীতি নিয়ে চলছিল। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর তারা ন্যাটোয় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা একসঙ্গেই এই বিষয়ে এগোচ্ছিল। কয়েক মাস আগে তুরস্কের সঙ্গে ফিনল্যান্ড ও সুইডেনের সমঝোতাপত্র সই হয়। কিন্তু কোরআন পোড়ানোর ঘটনা পুরো পরিস্থিতি বদলে দিয়েছে।

বেশ কিছুদিন আগে সুইডিস টেলিভিশনের (SVT) স্যাটায়ার প্রোগ্রামে (স্যাটায়ার মানে নিছক কৌতুক নয়, তাতে মজা থাকবে অবশ্যই, কিন্তু একই সাথে থাকবে শক্তিশালী বক্তব্য। তাতে থাকতে হবে বিষয়বস্তু সম্পর্কে গভীর অন্তদৃষ্টি, আর পাঠকের মনে ধাক্কা দেয়ার মত ক্ষমতা) তুরস্কের প্রধানমন্ত্রী এরদোগানকে নিয়ে রসিকতা করা হয়েছে। গত সপ্তাহে স্টকহোমে সিটি হলের বাইরে এরদোগানকে পুতুল সাজিয়ে উল্টো করে ঝুলানো হয়েছে এবং তুর্কি দূতাবাসের বাইরে কুরআন পোড়ানো তাও চলমান ন্যাটো প্রক্রিয়ার সময়কালে যা সুইডেন এবং তুরস্কের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ সম্পর্ক তৈরি করেছে। তবে বর্তমানে বিশ্বের সর্বত্রে কম বেশি স্যাটায়ার বা ব্যঙ্গ, সাংবাদিকতাকে বিনোদনময় করে তুলতে চেষ্টা করছে, নতুন পাঠকদের কাছে প্রতিবেদনকে করে তুলছে আরো বোধগম্য। অবশ্য ভুয়া খবরের এই যুগে স্যাটায়ার তৈরি করা বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। তাই মাথায় রাখতে হবে এটি যেন ভালো সাংবাদিকতা থেকে পাঠকের মনোযোগ না সরিয়ে, বরং তাকে আরো শক্তি যোগায়। প্রশ্ন হলো কীভাবে শিরোনাম দিবেন যা সবাইকে গভীরভাবে নাড়া দেবে?

স্বৈরশাসক বা বাকস্বাধীনতার টুঁটি চেপে ধরতে চান যারা, তারা আবার স্যাটায়ার পছন্দ করেন না। একারণে স্যাটায়ারিস্ট এবং কার্টুনিস্টরা তাদের রোষানলে পড়েন সবার আগে।

এখন হাসি-তামাশা এমন এক বস্তু যা চরম আশাহীনতার মধ্যেও শক্তি যোগায়; যেখানে ভয়ের রাজত্ব, সেখানে মানুষের মনে সাহস জাগায়। যদি দক্ষতার সাথে তৈরি করা যায়, তাহলে স্যাটায়ার তুলে ধরতে পারে রুঢ় সত্য, প্রতিরোধ হয়ে দাঁড়াতে পারে কুসংস্কারের বিরুদ্ধে, বিষয়বস্তুকে করে তুলতে পারে প্রাণবন্ত, আর পাঠককে বিনোদন দিতে পারে এমনভাবে যা সোজাসাপ্টা সাংবাদিকতার মাধ্যমে সম্ভব নয়। তবে বর্তমান বিশ্ব রাজনীতি এক হই হুল্লোড় ব্যাপার, যাকে বলে নান্ডিভাস্টি অবস্থা।

সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন অবমাননার ঘটনার পুনরাবৃত্তি হয়েছে যার ফলে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বজুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। বর্ণবাদী ও ধর্মবিদ্বেষী কাজের অনুমোদন দেওয়ায় সুইডিশ সরকারের নিন্দা ও প্রতিবাদ চলছে বিশ্বজুড়ে। সুইডেন সরকারের কাছ থেকে দেশটির উগ্র-ডানপন্থি রাজনীতিবিদ রাসমুস পালুদান তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি নেওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশ এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায়।

অনেকের মতে কুখ্যাত এই চরমপন্থি ধর্ম অবমাননার নিকৃষ্ট কাজটি করার সময় পুলিশের পক্ষ থেকে পরিপূর্ণ সুরক্ষা পেয়েছে। সুইডিশ সরকার মত প্রকাশের স্বাধীনতার মৌলিক বিষয়গুলো যেভাবে প্রকাশ করা হোক না কেন প্রযোজ্য বলে ঐকমত্য প্রকাশ করেছেন। কারণ সুইডিশ আইন এই স্তরে মতামত প্রকাশ করার অনুমতি দেয়। রাসমুস নিজে একজন আইন বিশেষজ্ঞ যার ফলে সুইডিশ সংবিধানকে এ ক্ষেত্রে কাজে লাগিয়ে একটি অমানবিক ঘটনা ঘটিয়েছে মূলত বৈষম্য সৃষ্টি করার জন্য।

সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমগুলো জনগণের মতপ্রকাশের জন্য এক চমৎকার প্লাটফর্ম; যেখানে যার যা খুশি সে তা করতে পারছে বেশিরভাগ ক্ষেত্রে। যেহেতু গণমাধ্যমের একটি বড় আকারের ডিমান্ড রয়েছে সেক্ষেত্রে সবাই এর ব্যবহার করছে। এখন এটা ব্যবহার করতে গিয়ে অনেকে ভুল তথ্য সহ গুজব বা প্রোপাগান্ডা ছড়াতে দ্বিধাবোধ করছে না।

আমি সুইডেনের পেপারগুলোতে কোরআন পোড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ করে একটি আর্টিকেল লিখে তাদের কাছে দিয়েছিলাম কিন্তু কেউই প্রকাশ করেনি শুধুমাত্র আমার জীবনের নিরাপত্তার ব্যাঘাত ঘটতে পারে ভেবে। কারণ ইদানীং বিশ্বের অনেকেই ডেসপারেটলি নিজেকে ভাইরাল করার জন্য বা সমাজের একটি দলের কাছে গ্রহণযোগ্যতা পাবার জন্য অনেক কিছুই করছে।

বাংলাদেশও কিন্তু তার মধ্যে রয়েছে। যাইহোক সবকিছুর পরিবর্তন হচ্ছে সেখানে মত-দ্বিমতের ওপরও আলোচনা জোরালো হবার কথা কিন্তু বাংলাদেশের মত অনেক দেশে বাক স্বাধীনতাকে বিনাশ করা হচ্ছে-হয়েছে; যার ফলে গত বছর ইলন মাস্ক টুইটার কিনেছেন। এ খবরে গোটা বিশ্বে সাড়া পড়ে যায়। মাস্ক বলেন, টুইটার একটি সম্ভাবনাময় সামাজিক যোগাযোগমাধ্যম। গণতন্ত্রের মূল কথা হচ্ছে বাকস্বাধীনতা। বাকস্বাধীনতা হরণ করার অর্থ গণতন্ত্রকে হত্যা করা এবং গণতন্ত্র হত্যা করার অর্থ মানবজাতির অগ্রগতির পথরুদ্ধ করে দেওয়া। টুইটার হচ্ছে এমন একটি প্লাটফর্ম যেখানে মানবতা ও তার ভবিষ্যৎ নিয়ে নানা ধরনের বিতর্ক করা হবে। বিশ্বে যে জিনিসটির বেশি অভাব সেটা হচ্ছে মতপ্রকাশের স্বাধীনতা। কিন্তু সুইডেনে স্ট্রাম কুর্স নামের কট্টরপন্থি পার্টি মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন পুড়িয়ে দিচ্ছে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ২৬ জন পুলিশ ও ১৪ জন জনসাধারণ আহত হয়েছে। এছাড়া ২০টির বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। স্ট্রাম কুর্স পার্টির নেতা রাসমুস পালুদান কোরআন পুড়িয়ে ফেলার পর সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরআন পুড়িয়ে দেওয়া ছবি পোস্ট করে রাসমুস পালুদান ঘোষণা দিয়েছে সে আরও কোরআন পোড়াবে। তবে পুলিশ তাকে পারমিশন দেয়নি, পরে শুনেছি সে সুইডেনের উপসালা শহরে গিয়ে মসজিদের সামনে কোরআন পুড়ানোর চেষ্টায় ব্যর্থ হয়ে পালিয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরে এক ভিডিওতে রাসমুস বলেছে, ইসলাম এবং মুসলিমরা হচ্ছে শত্রু। এই পৃথিবীতে যদি একজন মুসলিমও না থাকে তাহলে খুব ভালো হবে, এবং সে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবে। জানি না কী তার সেই লক্ষ্য! ডেনমার্কে বর্ণবাদী ভাষণের কারণে ২০১৯ সালে ১৪ দিনের জেল হয় রাসমুসের। স্ট্রাম কুর্স কট্টরপন্থি দল ডেনমার্কের ২০১৯ সালের জাতীয় নির্বাচনে একটি আসনেও জয় পায়নি। বর্তমানে সে আগামী ২০২৩ সালের জুনে নির্বাচনে ফের লড়বে বলে পরিকল্পনা করছে।

এতে এটাই প্রমানিত যে রাসমুস তার নিজের ব্যক্তিগত স্বার্থে এধরণের অশ্লীল এবং কুরুচি সম্পন্ন কাজ করছে যা সমাজে কখনও মঙ্গল বয়ে আনতে পারে না। তবে সুইডেনের পলিটিক্যাল পার্টিগুলো বিষয়টি নানা ভাবে দেখছে বটে তবে রাষ্ট্রের সংবিধানে লিখা রেখেছে জনগণের বাকস্বাধীনতার মৌলিক অধিকারের কথা, গণতন্ত্রের কথা, ধর্ম নিরপেক্ষতার কথা। সুইডেন সেইভাবে কাজ করছে যা বিশ্ববাসীর কাছে হাস্যকর মনে হচ্ছে।

বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে যেমন রাষ্ট্রের মালিক জনগণ সত্ত্বেও রাষ্ট্র চলছে তার নিজের গতিতে। লেখা থাকা সত্ত্বেও সেটা পালন করা হচ্ছে না, কারণ জনগণের ভোটে সরকার গঠন করা হয়নি, হলে অবশ্যই জবাবদিহিতা থাকত। একই ভাবে ধর্মে পরিষ্কার বলা হয়েছে অন্যায় করা মহাপাপ, দুর্নীতি করা যাবে না, মিথ্যাকথা বলা যাবে না অথচ সবই দেধারছে করা হচ্ছে। তার মানে সংবিধান এবং ধর্মগ্রন্থ থাকা সত্ত্বেও সেগুলো মেনে কাজ করা হচ্ছে না! এটাও বিশ্ববাসির কাছে হাস্যকর মনে হবার কথা কিন্তু হচ্ছে কি?

এখন আমি যে বিষয়গুলো হাইলাইট করতে চাই তা হলো আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী আমাদের নিজ নিজ জায়গা থেকে কোরআনের সঠিক অর্থ জেনে সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে। আমি যেমন বাংলাদেশ ছেড়ে সুইডেনে এসে এদের ভাষা শিখে এদের সমস্ত নিয়মকানুন মেনে অ্যাডজাস্ট করে চলছি ঠিক তেমনি ভাবে মুসলমান হিসাবে চলতে হলে কোন মৌলভী কি বললো বা করলো তার উপর নির্ভর করে চললে তো প্রকৃত ইসলামের নির্দেশনা জানা বা বোঝা যাবে না। ইদানীং পাশ্চাত্যে বেশ লক্ষণীয় এখানকার অনেক ননমুসলিম দিব্বি আরবি ভাষা শিখে কুরআনের মূলমন্ত্র সঠিকভাবে বুঝে যে ব্যাখ্যা প্রদান করছে তার সঙ্গে অনেক কিছুর অমিল দেখা দিচ্ছে, যেমন যাকাত কেন বছরে সুধু রোজার ঈদের আগের দিন বা ঈদের দিন দেওয়া হয়? গরিবেরও বছরে বারো মাস শুধু এক মাসে তাদের খরচ দিলে বাকি সময়ের কি অবস্থা! আবার যেমন রোজা রাখার নিয়ম সূর্য উঠা থেকে সূর্য ডোবা অবধি কিন্তু পৃথিবীতে এমনও দেশ রয়েছে যেখানে মুসলমানরা বসবাস করছে যেমন সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, এসব দেশেগুলোতে তো অনেক সময় সূর্য ডুবে না বা সূর্য দেখা যায় না, নামাজের ক্ষেত্রেও একই প্রশ্ন রয়েছে।

আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভ রয়েছে; যেমন- নামাজ, রোজা, হজ, জাকাত এবং কালেমা। এখন কালেমা সম্পর্কে কোরআনে কী বলা আছে (লা ইলাহা ইল্লাল্লাহ ) এবং আমরা কী বলছি এবং কোন শর্ত হতে সেটাকে দাঁড় করিয়েছি ইত্যাদি। প্রকৃতপক্ষে কোরআন কী বলে এসব বিষয়ে সেটাই আমাদের সঠিকভাবে জানা হলো না এতশত বছর পরও! এসব বিষয় কি নিশ্চয়ই আমাদের জন্য জরুরি নয়? আমাদের অপরাধের দায়ভার আমাদেরকেই নিতে হবে যদি আমরা সঠিক নির্দেশনা না মেনে চলি। অন্যের ওপর (মৌলভীদের) চেপে দিলে চলবে না। আল্লাহর নির্দেশনা শুধু কোরআনেই সীমাবদ্ধ অতএব সময় এসেছে এসব সঠিক তথ্য আল কোরআন থেকে সরাসরি জানার। আমাদের সবাইকে ইমান এবং শান্তির পথে থাকার তৌফিক আল্লাহ দান করুন আমিন।

লেখক: সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন।



ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com