ভারতেশ্বরী হোমস ছাত্রীর আত্মহত্যা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ভারতেশ্বরী হোমস ছাত্রীর আত্মহত্যা মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভারতেশ্বরী হোমসের একাদশ শ্রেণির ছাত্রীদের হোস্টেলে উঠার কথা রয়েছে। এ ঘটনার পর ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে আতংক বিরাজ করছে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ সায়মার মরদেহ উদ্ধার করেছে। পুলিশ জানান, সায়মার মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। সায়মার ছোট বোন একই প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। হোমসে ছুটি থাকলেও বাবা তাদের বাড়ি নিতেন না। বাড়ি না নেওয়ায় তারা মানসিকভাবে ভেঙে পড়ে। সায়মা মাঝে মধ্যে নিজের শরীরের বিভিন্ন স্থান কেটে রক্তাক্ত জখম করত। বিষয়টি হোমস কর্তৃপক্ষ তার বাবাকে অবহিত করেন। অবশেষে সোমবার দুপুরে ভারতেশ্বরী হোমসের টয়লেটে ঝরনার সঙ্গে ফাঁস লাগিয়ে সায়মা আত্মহত্যা করে। মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মজিবর রহমান জানান, সায়মার ঘরে সৎ মা রয়েছে। ছুটিতে বাড়ি যেতে চাইলেও তার বাবা নিয়ে যেতেন না। এজন্য সে শরীরের বিভিন্ন স্থান কেটে রক্তাক্ত জখম করত। সোমবার দুপুরে ভারতেশ্বরী হোমসের টয়লেটে ঝরনার সঙ্গে ফাঁস লাগিয়ে সায়মা আত্মহত্যা করে। তার মরদেহ ময়না তদন্তের জন্য উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |