প্রেমিক টানা ১৪ মাস অত্যাচার করে, অভিযোগ অভিনেত্রীর
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৫ পিএম

ফ্লোরা সাইনি

ফ্লোরা সাইনি

তেলেগু অভিনেত্রী ফ্লোরা সাইনি। তবে  কন্নড়, তামিল ও হিন্দি ভাষার বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এই অভিনেত্রী সম্প্রতি অনেকের মতোই তার টক্সিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন। জানালেন তিনি এক বিখ্যাত প্রযোজকের সঙ্গে বেশ কিছুদিন সম্পর্কে ছিলেন। কিন্তু সেটা যে কতটা ভয়ানক ছিল সেটাও জানালেন। অভিনেত্রীর অভিযোগ, তাকে নাকি মারধর করা হতো, তার গোপনাঙ্গে, মুখে ঘুষি মারা হতো।

অভিনেত্রীর কথায় তার প্রাক্তন প্রেমিক গৌরাঙ্গ দোশী মানসিক এবং শারীরিক ভাবে টানা ১৪ মাস অত্যাচার করেছিলেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তিনি তার ব্যক্তিগত জীবনের এই কালো, ভয়ঙ্কর অধ্যায় সবার সামনে আনলেন।

ফ্লোরা জানান তার যখন মাত্র ২০ বছর বয়স ছিল তখন তিনি এই সম্পর্কে জড়ান। অভিনেত্রীর কথায়, 'আমি প্রেমে পড়েছিলাম। এক বিখ্যাত প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম। কিন্তু দ্রুত সব পাল্টে গেল। ও ভীষণ অত্যাচারী ছিল। আমার মুখে, গোপনাঙ্গে ঘুষি মারত। আমার ফোন কেড়ে নিত, বাধ্য করত কাজ ছেড়ে দিতে। একদিন আমার পেটে সজোরে ঘুষি মারে। ব্যাস সেদিন আমি পালিয়ে আসি।'
ফ্লোরা সাইনি

ফ্লোরা সাইনি


নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমন ভয়ঙ্কর ঘটনা জানান তিনি। আর তাতেই রীতিমত হইচই পড়ে যায়। ফ্লোরা জানান তিনি তার বাবা মায়ের কাছে ফিরে যান। বহু সময় লেগেছিল তাঁর এই ট্রমা থেকে বেরিয়ে আসতে।

অভিনেত্রীর কথায়, 'ধীরে ধীরে আমি আবার জীবনের ছন্দে ফিরে আসতে থাকি। আমি যেটা সব থেকে ভালোবাসি সেই অভিনয়ের কাছে ফিরে আসি। আজ আমি খুশি। আমি নতুন করে ভালোবাসা খুঁজে পেয়েছি।'

ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'জীবনে কেবল সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। আর জীবনের সেরা কিছু আশীর্বাদ সব থেকে বড় কিছু শিক্ষার সঙ্গেই আসে। জীবনের ম্যাজিকের উপর থেকে আস্থা হারাবেন না। আমি রূপকথায় বিশ্বাসী।'



ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com