০২ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনের উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস্ ডেস্ক: ছবি: ডেল্টা টাইমস্
|
![]() ছবি: ডেল্টা টাইমস্ ঘটনাবলি: ১৮১৪ - কলকাতায় ভারতীয় সংগ্রহালয় (ইন্ডিয়ান মিউজিয়াম) প্রতিষ্ঠিত হয়। ১৮১৭ - শিক্ষা ও খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে চার্চ মিশনারি সোসাইটির প্রথম শাখাটি কলকাতায় স্থাপিত হয়। ১৮৫৩ - শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে সরকারি উকিল নিযুক্ত হন। ১৮৬২ - শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত হন। ১৮৮৮ - খান বাহাদুর হাশেম আলি খান, বাঙালি রাজনীতিবিদ। ১৯০১ - রাণী ভিক্টোরিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া। ১৯১৩ - নিউ ইয়র্ক সিটির গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল চালু হয়। ১৯২০ - নিউইর্য়ক শহরে গ্রান্ড সেন্ট্রাল টারমিনাল উদ্বোধন হয়। ১৯২২ - জেমস জয়েসের উপন্যাস ইউলিসিস প্রকাশিত হয়। ১৯৩৫ - যুক্তরাষ্ট্রের আদালতে প্রথম স্বাক্ষী ও প্রমাণ হিসেবে ফটোগ্রাফকে অনুমোদন করা হয়। ১৯৪৩ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: স্টালিনগ্রাদের যুদ্ধের সমাপ্তি ঘটে। সোভিয়েতের কাছে জার্মান সেনারা আত্মসমর্পণ করে। ১৯৫৭ - ইসকান্দার মির্জা গুড্ডু ব্যারেজের ভিত্তি স্থাপন করেন। ১৯৫৯ - শিশিরকুমার ভাদুড়ী কর্তৃক ভারত সরকার প্রদত্ত ‘পদ্মভূষণ’ সম্মান প্রত্যাখ্যান। ১৯৮৯ - সত্যজিৎ রায়কে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান ‘লিজিয়ন ডি অনার’ প্রদান। ২০১২ - পাপুয়া নিউগিনির সমুদ্রতীরে ফেরি এমভি রাবাউল কুইন ডুবে দেড়শতাধিক প্রাণহানির ঘটনা ঘটে। জন্ম: ১২০৮- আরাগনের প্রথম জেমস, বার্সেলোনার কাউন্ট, আরাগণের রাজা, ভ্যালেন্সিয়ার রাজা ও ম্যাজোর্কার রাজা, মন্টপিলার-এর লর্ড। ১৬৫০-পোপ ত্রয়োদশ বেনেডিক্ট। ১৮৮২- জেমস জয়েস, আইরিশ ঔপন্যাসিক, ছোট গল্প লেখক ও কবি। ১৯১৫- আবা ইবান, দক্ষিণ আফ্রিকান-ইসরায়েলি রাজনীতিবিদ ও কূটনৈতিক, জাতিসংঘে ইসরায়েলের প্রথম রাষ্ট্রদূত। ১৯১৫- খুশবন্ত সিং, ভারতীয় সাংবাদিক ও লেখক। ১৯৩১ - পূর্ণেন্দু পত্রী বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, সাহিত্য গবেষক, কলকাতা গবেষক, চিত্র-পরিচালক ও প্রচ্ছদশিল্পী। ১৯৩৩ – থান শি, বার্মিজ জেনারেল ও রাজনীতিবিদ, মায়ানমারের ৮ম প্রধানমন্ত্রী। ১৯৩৬- সুমিতা দেবী, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৩৯- ডেল টমাস মর্টেনসেন, মার্কিন অর্থনীতিবিদ ও অধিবিদ্যাবিৎ, অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী। ১৯৩৯- হাসান আজিজুল হক, বাংলাদেশী গল্পকার ও কথাসাহিত্যিক। ১৯৪৪- বাংলাদেশি সঙ্গীতশিল্পী মো. আলী সিদ্দীকী জন্মগ্রহণ করেন। ১৯৫২- পার্ক গিউন-হাই, দক্ষিণ কোরীয় রাজনীতিবিদ, দক্ষিণ কোরিয়ার ১১ম প্রধানমন্ত্রী। ১৯৫২- রালফ মার্কেল, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ও অধিবিদ্যাবিৎ। ১৯৫৩ - হামিদুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত। ১৯৫৪- ক্রিস্টি ব্রিংকলি, মার্কিন অভিনেত্রী, মডেল ও ব্যবসায়ী। ১৯৫৬- আদনান ওকতার, তুর্কি তাত্ত্বিক ও লেখক। ১৯৫৬- আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশি ইসলামি চিন্তাবিদ, গবেষক, লেখক ও তাত্ত্বিক আলোচক। ১৯৬৮- আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশী ক্রিকেট খেলোয়াড়। ১৯৭৭- শাকিরা, কলম্বিয়ান গায়িকা-গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী। ১৯৮৬- জেমা আর্টাট্রন, ইংরেজ অভিনেত্রী ও গায়িকা। ১৯৮৭- হেরার্দ পিকে, স্পেনীয় ফুটবলার। ১৯৮৭ - ইমরুল কায়েস, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার। মৃত্যু: ১৪৪৮ - ইবনে হাজার আল-আসকালানি, মিশরীয় আইনবিদ ও পণ্ডিত। ১৭৬৯ - পোপ ত্রয়োদশ ক্লেমেন্ট। ১৭১৪ - জন শার্প, ইংরেজ আর্চবিশপ। ১৮০৪ - জর্জ ওয়ালটন, আমেরিকান আইনজীবী ও রাজনীতিবিদ, জর্জিয়ার গভর্নর। ১৯০৭ - দিমিত্রি মেন্ডেলেভ, রুশ রসায়নবিদ ও একাডেমিক। ১৯৩৬ - বিপিনবিহারী গুপ্ত, বাঙালি সাহিত্যিক ও সমালোচক। ১৯৬৪ - সৈয়দ আবদুস সামাদ, বাঙালি ফুটবলার। ১৯৭০ - বারট্রান্ড রাসেল, ইংরেজ গণিতজ্ঞ, শিক্ষাবিদ, দার্শনিক, লেখক এবং নোবেল বিজয়ী সাহিত্যিক। ১৯৮৮ - বাঙালি চিত্রশিল্পী বাংলাদেশের পটুয়া কামরুল হাসান। ২০০৬ - মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। দিবস: জাতীয় জনসংখ্যা দিবস। জাতীয় নিরাপদ খাদ্য দিবস। ডেল্টা টাইমস্/সিআর/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |