বুধবার ২২ মার্চ ২০২৩ ৮ চৈত্র ১৪২৯

ঝুলে আছে ‘শনিবার বিকেল’র মুক্তির সিদ্ধান্ত
মো. শফিকুল ইসলাম :
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৫ পিএম আপডেট: ০৬.০২.২০২৩ ১০:৫৪ এএম | অনলাইন সংস্করণ

ঝুলে আছে ‘শনিবার বিকেল’র মুক্তির সিদ্ধান্ত

ঝুলে আছে ‘শনিবার বিকেল’র মুক্তির সিদ্ধান্ত

আগামীকাল শুক্রবার ভারতে মুক্তি পাচ্ছে হানসাল মেহতার ‘ফারাজ’ সিনেমাটি। রাজধানীর গুলশানে হোলি আর্টিজানে ২০১৬ সালে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনা নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। একই ঘটনার ছায়া অবলম্বনে দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও নির্মাণ করেছেন ‘শনিবার বিকেল’ সিনেমাটি। অজানা কারণে দীর্ঘ চার বছর সেন্সর বোর্ডে আটকে আছে এটি।

অবশেষে চলতি বছর ২১ জানুয়ারি ‘শনিবার বিকেল’র মুক্তির বিষয়ে সিদ্ধান্ত দেয় আপিল কমিটি। সেন্সর বোর্ডের আপিল কমিটির সভায় জানানো হয়, সিনেমাটি মুক্তি বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। সেসময়ই ‘শনিবার বিকেল’র অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়, বলিউডের সিনেমা ‘ফারাজ’র আগে অথবা একই দিন দেশেও মুক্তি পাবে ‘শনিবার বিকেল’। কিন্তু তা আর হচ্ছে না। নতুন করে এটি আবার মুক্তির বিষয়ে চিন্তা করবে আপিল কমিটি-এমনটাই জানিয়েছেন তথ্য সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তিনি বলেন, ‘সেন্সর বোর্ড ছবিটির ব্যাপারে আরেকটু ভাববে। সামনে ছবিটি বিষয়ে বোর্ডের সদস্যরা বসবে। তখন তারা জানালে আমরা চিঠি ইস্যু করব।’

এদিকে সেন্সর আপিল কমিটির অন্যতম সদস্য সাংবাদিক শ্যামল দত্ত বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। আমরা তো ওদিন ছবিটি দেখে মুক্তির বিষয়ে মত দিয়েছি। এখন আবার নতুন করে দেখার বিষয়ে তেমন কিছুই শুনিনি।’

এ বিষয়ে কিছু জানেন না জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজও।

সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, ‘শনিবার বিকেল’ মুক্তির বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে কোনো চিঠি আসেনি। মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর সেন্সর ছাড়পত্র দেবে তারা।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘৩ তারিখ “শনিবার বিকেল” মুক্তি দেওয়া গেল না। কারণ আমরা এখনো সার্টিফিকেট হাতে পাইনি। এই অত্যন্ত খারাপ কাজটার প্রতিক্রিয়ায় আমরা অধৈর্য হতে পারতাম। কিন্তু আমরা পণ করেছি ধৈর্য ধরার। কারণ আমরা জানি, আমাদের লক্ষ্য কী।’

তিনি আরও বলেন, ‘আমাদেরকে দেরি করিয়ে দেওয়া হয়তো যাবে, আহত করা হয়তো যাবে। কিন্তু ভেঙে ফেলা যাবে না। কারণ আমরা উঠে এসেছি এই জাতির দগদগে বাস্তব আর লাল-নীল স্বপ্নের অনেক গভীর থেকে। তিনের জায়গায় না হয় দশ হবে, কিন্তু বাংলার দামাল ছেলেদের দাবায়ে রাখতে পারবা না! আরেকটা কথা বলা দরকার, যে বা যারা আপীল কমিটি রায় দেওয়ার পরও বেআইনিভাবে ছবিটা এখনও আটকে রেখেছে, তাদেরকে জবাব দিতে হবে, কোন কারণে আমাদের মুক্তিতে বিলম্ব ঘটানো হচ্ছে?’

উল্লেখ্য, রাজধানীর গুলশানে হোলি আর্টিজানে ২০১৬ সালে ঘটে যাওয়া জঙ্গি হামলার ছায়া অবলম্বনে ‘শনিবার বিকেল’ নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানি, নাদের চৌধুরী, ইরেশ যাকের, ইন্তেখাব দিনারসহ অনেকেই।




ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com