করিম জানাতের দুর্দান্ত বোলিংয়ে বরিশালের সহজ জয়
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
বিপিএলের নবম আসরে জয়খরা কাটছে না খুলনা টাইগার্সের। নেতৃত্ব হারানো ইয়াসির আলী রাব্বি দারুণ একটা ইনিংস খেলেছেন বটে। তবে সেটা খুলনাকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। আজও তারা ফরচুন বরিশালের কাছে ৩৭ রানে হেরে গেছে। এতে ১০ ম্যাচে ৭ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান আরও মজবুত করল ফরচুন বরিশাল। অন্যদিকে ১০ ম্যাচে মাত্র ২ জয়ে খুলনা পড়ে রইল তলানির দিকেই। রান তাড়ায় নেমে খুলনা টাইগার্স শুরু থেকেই ধুঁকছিল। ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ ওয়াসিমের বলে বোল্ড হয়ে ফিরেন তামিম ইকবাল (১)। খালেদ আহমেদের শিকার হওয়ার আগে অপর ওপেনার অ্যান্ডি বালব্রেইন করেন ১২ রান। সপ্তম ওভারে দলীয় ৪৮ রানে সাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে ফের ‘ডাক’ মারেন মাহমুদুল হাসান জয়। ওই ওভারেই খুলনা অধিনায়ক শাই হোপ স্টাম্পড হতে পারতেন, কিন্তু উইকেটকিপার এনামুল হক বিজয় বল না ধরেই স্টাম্প ভেঙে দেন! এরপর অবশ্য হোপ বেশিক্ষণ টিকতে পারেননি। তার ২৪ বলে ৩৭ রানের ইনিংসটি থামিয়ে দেন খালেদ আহমেদ। খুলনার সাবেক অধিনায়ক ইয়াসির আলি আজ দারুণ খেলছিলেন। ৩৫ বলে তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত তিনি ৩৮ বলে ৫ চার ৩ ছক্কায় ৬০ রানে করিম জানাতের শিকার হন। এই আফগান পেসারের আরেক শিকার নাহিদুল করেন ২৪ বলে ২৪। রান আর বলের ব্যবধান এতটাই বেড়ে যায় যে, শেষ ওভারে দরকার হয় ৪২ রানের! স্বাভাবিকভাবেই এই অংক মেলানো সম্ভব হয়নি। করিম জানাতের করা সেই ওভারে আরও ২ উইকেটের পতন হয়। খুলনা থেমে যায় ৮ উইকেটে ১৫৭ রানে। বরিশাল পায় ৩৭ রানের জয়। ২৯ রানে ৪ উইকেট নেন করিম জানাত। এর আগে মিরপুর শেরে বাংলায় আজ শুক্রবারের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯৪ রান তোলে ফরচুন বরিশাল। ভালো শুরুর পর ৩২ রানে তারা প্রথম উইকেট হারায়। ৭ বলে ১২ রান করে ফিরেন এনামুল হক বিজয়। অপর ওপেনার ফজলে মাহমুদ ভালোই ব্যাট করছিলেন। একসময় মনে হচ্ছিল ফিফটি হয়ে যাবে। তবে হাসান মুরাদের বল উড়িয়ে মারতে গিয়ে শফিকুল ইসলামের হাতে ধরা পড়ে থামে তার ২৯ বলে ৩৯ রানের ইনিংস। ইব্রাহিম জারদান করেন ২৩ বলে ২৩ রান। আজও বিস্ফোরক মেজাজে ছিলেন সাকিব। তার সঙ্গী হন ইফতেখার। দুজনের জুটি জমে উঠতেই বিদায় নেন সাকিব। তার ২১ বলে ১১ চার এবং ৪ ছক্কায় ৩৬ রানের ইনিংস শেষ হয় ভ্যান ম্যাকরেনের বলে মাহমুদুল হাসান জয়ের তালুবন্দি হয়ে। ৩০ বলে ফিফটি তুলে নেন ইফতেখার। তিনি অপরাজিত থাকেন ৩১ বলে ৩টি করে চার-ছক্কায় ৫১* রানে। শেষ দিকে করিম জানাতের ৮ বলে ১৬ রানের ক্যামিও কার্যকরী ভূমিকা রেখেছে। ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |