পাতাল রেলের মতো অনাবশ্যক মেগা প্রকল্প বন্ধ রাখার আহ্বান
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
বর্তমান প্রেক্ষাপটে পাতাল রেলের মতো অতি আবশ্যক নয় এমন মেগা প্রকল্পসমূহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, জরুরি খাদ্য-পণ্য এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মতো সেবা খাতসমূহে ভর্তুকি বৃদ্ধি করতে হবে। রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি। সাইফুল হক বলেন, আইএমএফ-এর ঋণের শর্ত পূরণ করতে গিয়ে জরুরি সেবা খাতসমূহ থেকে যেভাবে ভর্তুকি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে তা দেশের কোটি কোটি মানুষের জীবনকে নিদারুণ দুর্দশার মধ্যে নিক্ষেপ করছে। তিনি আরও বলেন, চুরি, দুর্নীতি, অব্যবস্থাপনা, ভুল নীতি ও সিস্টেম লস ১৫ থেকে ২০ শতাংশ কমিয়ে আনতে পারলেই বিদ্যমান সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব। সে ক্ষেত্রে আইএমএফ ঋণ নেওয়ার প্রয়োজন থাকে না।সংকটের গোঁড়ায় হাত না দিয়ে সেবাপণ্যের অব্যাহত দাম বৃদ্ধি সংকটের সমাধান দেবে না। সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, রাশিদা বেগম, শহীদুল আলম নান্নু, স্নিগ্ধা সুলতানা ইভা, নির্মল বড়ুয়া মিলন, সাইফুল ইসলাম প্রমুখ। ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |