মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ১৬ বৈশাখ ১৪৩১

নতুন কমিটি দিয়ে পুনরায় ভোট দাবি বিএনপিপন্থী আইনজীবীদের
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৬:৪৬ পিএম | অনলাইন সংস্করণ

বুধবার সুপ্রিম কোর্টে এনেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজল।

বুধবার সুপ্রিম কোর্টে এনেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজল।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনায় গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে নতুন করে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।

বুধবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টে এনেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ দাবি তুলেছেন সমিতির সভাপতি-সম্পাদক প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজল।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট চুরিতে পুলিশ জড়িত। তারা আমাদেরকে মেরে ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছে। এখন সাধারণ আইনজীবীদের ডেকে সবার মতামত নিয়ে নতুন কমিটি করে নতুন করে ভোটগ্রহণ করতে হবে। তা না হলে আমাদের আন্দোলন চলবে।’

রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিভিন্ন সিদ্ধান্ত হয় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে। নির্বাচন পরিচালনার জন্য যে সাব-কমিটি হয় সেটিও হয় সর্বসম্মত সিদ্ধান্তে। সে অনুযায়ী সিনিয়র আইনজীবী মুনসুরুল হককে প্রধান করে একটি কমিটি হয়।

‘কিন্তু মুনসুরুল হককে তারা অপমান করে পদত্যাগে বাধ্য করেছেন। এখন নিজেদের পছন্দমতো একটি কমিশন করে ভোট চুরির পাঁয়তারা করছে প্রতিপক্ষ। তাদের ভোট চুরিতে বাধা দেয়ায় পুলিশ দিয়ে আমাদেরকে নির্যাতন করে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। এ অবস্থায় সবার মতামতের ভিত্তিতে নির্বাচন সাব-কমিটি গঠন করে নতুন করে নির্বাচন দিতে হবে।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ভোট গ্রহণকে কেন্দ্র করে আওয়ামী ও বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে বুধবার সকাল থেকেই উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে পুলিশ হামলা চালালে ১৫ জন আইনজীবী ও সাংবাদিক আহত হয়েছেন।



ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com