মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১০ আশ্বিন ১৪৩০

সাবস্ক্রিপশন ফি চালু হলো ফেসবুক-ইনস্টাগ্রামে
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৫:৪২ পিএম | অনলাইন সংস্করণ

সাবস্ক্রিপশন ফি চালু হলো ফেসবুক-ইনস্টাগ্রামে

সাবস্ক্রিপশন ফি চালু হলো ফেসবুক-ইনস্টাগ্রামে

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম সাবক্রিপশন সার্ভিস চালু করেছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম দুটির মূল প্রতিষ্ঠান মেটা এ ঘোষণা দেয়। এতে বলা হয় এখন থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের ভেরিফিকেশনের জন্য মাসিক ফি প্রদান করতে হবে।

ব্যবহারকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মেটা আইডিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ব্লু বেজ প্রদান করবে। এ জন্য মাসিক ১১.৯৯ ডলার খরচ করতে হবে। তবে যারা অ্যাপলের আইওএস ও গুগলের অ্যান্ড্রয়েড ভার্সনে ফেসবুক ব্যবহার করবেন তাদের মাসিক ১৪.৯৯ ডলার খরচ করতে হবে।

মেটা অবশ্য ফেব্রুয়ারিতেই এমন সেবা আনার ঘোষণা দেয়। এরপর স্ন্যাপচ্যাট ও টেলিগ্রামের পাশাপাশি পরীক্ষামূলক সেবাটি সচল করে।

মূলত বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা থেকে দূরে থাকতে ও আয় বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এ পন্থা অবলম্ব করছে। এর আগে ইলন মাস্কের মালিকানাধীন টুইটারেও সাবস্ক্রিপশন ফি চালু করে।

এর আগে মেটা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীদের জন্য এই সেবা চালু করে। এরপর তৃতীয় দেশ হিসেবে শুক্রবার যুক্তরাষ্ট্রে ভেরিফিকেশন সাবস্ক্রিপশন ফি চালু করে মেটা।

সাবক্রিপশনকারীরা একটি ভেরিফিকেশন ব্যাজ পাবেন। সঙ্গে সরকার প্রদত্ত একটিও আইডিও থাকবে। মেটা এসব অ্যাকাউন্টে প্রটেকশন সংক্রান্ত ইস্যু আগের চেয়ে আরও বাড়বে।

যুক্তরাষ্ট্রে সাবস্ক্রিপশন বা গ্রাহকসেবা চালু করেছে মেটার মালিকানাধীন ফেসবুক। ফলে দেশটির গ্রহকরা প্রতি মাসে নির্দিষ্ট ফি দিয়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে ব্লু ব্যাজ, অ্যাকাউন্ট যাচাইকরণসহ বিভিন্ন সুরক্ষা সুবিধা পাবেন। শুক্রবার এ সেবা চালু করা হয়। খবর উইওয়ান নিউজের।

মেটা এক বিবৃতিতে জানায়, সাবস্ক্রিপশন সেবা ‘মেটা ভেরিফায়েড’ ব্যবহারকারীদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে ব্লু ব্যাজ দেওয়া হবে। এর জন্য ওয়েব সংস্করণে প্রতি মাসে ১১ দশমিক ৯৯ ডলার, অ্যাপলের আইওএস সিস্টেম ও গুগলের মালিকানাধীন অ্যান্ড্রয়েডে ১৪ দশমিক ৯৯ ডলার ব্যয় করতে হবে।

মেটা জানায়, তারা ফেব্রুয়ারিতে সাবস্ক্রিপশন সেবাটি পরীক্ষা করছিল। এটি স্ন্যাপ ইনকর্পোরেটেডের মালিকানাধীন স্ন্যাপচ্যাট ও মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মতো। বিজ্ঞাপনের বাইরে আয় করার এটি সর্বশেষ পদক্ষেপ।    

গত বছর ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনেন টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। নভেম্বর মাসে টুইটারে ব্লু সাবস্ক্রিপশন সেবা চালু করেন তিনি। এতে ব্যবহারকারী অর্থ দিয়ে এ সেবা পাচ্ছেন। আগে ব্লু সাবস্ক্রিপশন রাজনীতিবিদ, সাংবাদিকও অন্যান্য পাবলিক ব্যক্তিত্বের যাচাইকৃত অ্যাকাউন্টের মধ্যে সীমাবদ্ধ ছিল।



ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com