শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে চিকিৎসককে ধর্ষণচেষ্টা, সিএনজিচালকের যাবজ্জীবন
চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ৬:৪৮ পিএম আপডেট: ১৯.০৩.২০২৩ ৭:০৪ পিএম | অনলাইন সংস্করণ

চট্টগ্রামে চিকিৎসককে ধর্ষণচেষ্টা, সিএনজিচালকের যাবজ্জীবন

চট্টগ্রামে চিকিৎসককে ধর্ষণচেষ্টা, সিএনজিচালকের যাবজ্জীবন

চট্টগ্রামে নগরে মাঝপথে রাস্তা ঘুরিয়ে নারী চিকিৎসককে ধর্ষণচেষ্টার দায়ে মো. জামসেদ নামে এক সিএনজি চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৯ মার্চ) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭–এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সিএনজি চালকের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়ায়। উপজেলার গুল্লাখালী ৯ নম্বর ওয়ার্ড এলাকার মো.সাইদুল হক চৌধুরীর ছেলে তিনি।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৪ মার্চ নগরীর জিইসি স্যানমারের সামনে থেকে টেক্সটাইল যাওয়ার জন্য সিএনজি ঠিক করেন ওই চিকিৎসক। দুই নম্বর গেট হয়ে টেক্সটাইল মোড় যাওয়ার কথা থাকলেও মাঝপথে যানজটের কথা বলে মুরাদপুর মোড় দিয়ে টেক্সটাইল মোড় যাওয়ার জন্য রাজি করান সিএনজি অটোরিকশাচালক। কিন্তু মুরাদপুর দিয়ে না গিয়ে হঠাৎ বন গবেষণাগারের রাস্তা ধরেন। এসময় ওই চিকিৎসক মানা করেন। মানা না মেনে দ্রুত বন গবেষণাগারের পশ্চিম পাহাড়ের নির্জন জায়গায় গিয়ে সিএনজি থামিয়ে ওই চিকিৎসককে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে। সেখানে চিকিৎসকের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে সিএনজি চালককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ওই চিকিৎসক বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর স্পেশাল পিপি এমএ নাসের চৌধুরী জানান, নারী চিকিৎসককে ধর্ষণচেষ্টার মামলায় আদালত ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন। তাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সিএনজি অটোরিকশা চালককে দুটি ধারায় সাজা দেন। একটিতে যাবজ্জীবন কারাদণ্ড, ৩ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ২ বছর কারাদণ্ড এবং অন্য একটি ধারায় দোষী সাব‍্যস্ত করে তার ১০ বছর কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ বছরের কারাদণ্ডের আদেশ দেন।


ডেল্টা টাইমস্/মুহাম্মদ দিদারুল আলম/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com