বান্দরবানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
বান্দরবানের রুমা উপজেলায় দুটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) উপজেলার বগালেক এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বগালেক থেকে ট্রাক করে থাইক্ষ্যং পাড়া ও চুনচুন পাড়ার ১৬-১৭ জন বাসিন্দা রুমা সদরে আসছিলেন। ট্রাকটি ঢালু রাস্তা দিয়ে নামার সময় আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এত ঘটনা স্থলে চারজন, পরে আরও দুজন মারা যান। এসময় গুরুতর আহত হন আরও ১২ জন। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। রুমা উপজেলা রেমাক্রী প্রাংসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিরা বম জানান, নিহতরা সবাই রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন শিবলী বলেন, বগালেকে ট্রাক দুর্ঘটনায় ছয়জন মারা গেছেন। এর মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |