বৈশ্বিক নেতৃত্বের কেন্দ্রে আসছে চীন
অলোক আচার্য
|
![]() . অকাসে থাকা দেশত্রয়ী ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তি ও সামরিক উপস্থিতি নিয়ে চিন্তিত। গণমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র সবশেষ পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি বিনিময় করেছিল ১৯৫৮ সালে। এর কয়েক দশক পেরিয়ে গেছে। পৃথিবীতে এখন অস্ত্রের খেলা। অস্ত্র বিক্রি সবচেয়ে বড় ব্যবসা। আর পৃথিবীতে মাত্র ছয়টি দেশের হাতে পারমাণবিক সাবমেরিন আছে। দেশগুলো হলো, যুক্তরাষ্ট্র,রাশিয়া,চীন,ব্রিটেন,ফ্রান্স ও ভারত। বর্তমান সময়ে চীন নতুন এক সময়ে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্র যেখানে তীব্র প্রতিযোগীতার মুখোমুখি হচ্ছে। মূলত একক নেতৃত্বের বিষয়টি এখন থাকছে না। স্নায়ুযুদ্ধ এখনও চলছে তবে তার রুপটা একটু ভিন্ন। মাত্র কিছুদিন আগেই, চীনের বেলুনকান্ড বিশ্ব মোটামোটি ভালোই উত্তেজনা ছড়াচ্ছে। এই দুই দেশ গত কয়েক বছর ধরেই তীব্র প্রতিযোগীতাপূর্ণ অবস্থানে রয়েছে। অস্ত্র,ব্যবসায়-বাণিজ্য, কূটনীতিসহ প্রতিটি বিষয়েই এই দ্বন্দ বিদ্যমান রয়েছে। বিশ্ব কতটা উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে কিছুদিন আগেই তার প্রমাণ দিয়েছে আকাশে ওড়া বেলুন। এই বেলুন আমাদের পরিচিত কোনো সাধারণ বেলুন না। সে কারণেই বাগযুদ্ধ সৃষ্টি হয়েছে। শুধু বাকযুদ্ধই নয়, তীব্র উত্তেজনাও সৃষ্টি হয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। আর কৌশলগতভাবে ভারত ও অষ্ট্রেলিয়া কাছাকাছি এসেছে। বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করছে একে অপরের সাথে। বিশ্ব এখন চলছে কূটনৈতিক প্রচেষ্টার এক ধরনের প্রতিযোগীতা। শক্তিশালী কূটনৈতিক প্রচেষ্টাকে কাজে লাগিয়ে এক দেশ অন্য দেশের কাছাকাছি আসছে, সম্পর্ক স্থাপন করছে এবং প্রতিদ্বনদী দেশকে চাপে রাখার চেষ্টা করছে। এক্ষেত্রে সমমনা দেশগুলো একে অপরের ঘনিষ্ট হচ্ছে এবং এর ফলে বিশ্ব ক্রমশই দুই বা ততোধিক বলয়ে বিভক্ত হচ্ছে। প্রতিযোগীতাপূর্ণ বিশ্বে শক্তিধর দেশগুলো স্বাভাভিকভাবেই নানাভাবে উত্তেজনাপূর্ণ অবস্থায় থাকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সেই উত্তেজনার পারদ এমনিতেই অনেক উপরে উঠে আছে। এই পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে ফিরেছে শান্তির সুবাতাস। মধ্যপ্রাচ্যের দ্বন্দের দুটি দেশ সৌদি আরব ও ইরান কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনঃস্থাপনে একমত হয়েছে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব যুক্তরাষ্ট্রের বহুদিনের ঘনিষ্ট মিত্র হলেও ইরানের সাথে গত কয়েক বছর ধরেই সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে। এই সম্পর্ক স্থাপনের ফলে দীর্ঘ কয়েক বছর ধরে চলা ইয়েমেনের যুদ্ধ এখন শান্তিতে রুপ নিতে পারেন বলেই বিশেষজ্ঞদের অভিমত। আর এর পেছনে রয়েছে চীন। অর্থাৎ চীন এই সম্পর্ক স্থাপনে মধ্যস্থতা করে নিজের মধ্যপ্রাচ্যে উপস্থিতি জানান দিয়েছে। এখানে চীনের প্রচেষ্টা সফল হয়েছে। মধ্যপ্রাচ্য বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ন। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রভাব রয়েছে। জ্বালানী তীব্র সংকটে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানী বিশ্বে সরবরাহ করা হয়েছে। চীনের এই মধ্যস্থতার সাফল্যের পর চীনকে আরও দায়িত্বশীল ভূমিকা অর্থাৎ রাশিয়া-ইউক্রেনের সম্পর্কের বিষয়েও কিছু করতে পারেন এমন আশাই করা হচ্ছে। এর আগে জানা যায়, চলতি বছরের এপ্রিল বা মে মাসে রাশিয়ায় সফরে যেতে পারেন চীনের প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের ওই সফর খুব গুরুত্বসহকারে দেখা হচ্ছে কারণ বিশ্ব এখন চাইছে এই যুদ্ধ বন্ধ হোক। যদি চীন সৌদি আরব ও ইরানের মতো কোনো ম্যাজিক্যাল কিছু করতে পারে তাহলে চীন প্রতিযোগীতায় কয়েক ধাপ এগিয়ে থাকবে এটা সন্দেহাতীতভাবে বলা যায়। মধ্যপ্রাচ্যে চীনের ভূমিকা যখন জোরালো হতে শুরু করবে তখন সেখানে আরও প্রতিযোগীতা শুরু হবে। এতিদন যুক্তাষ্ট্রের ঘনিষ্ট মিত্র সৌদি আরব এবং রাশিয়ার সাথে ঘনিষ্টতা রয়েছে ইরানের। সুন্নি ও শিয়া অধ্যুষিত দেশ দুটি চুক্তিতে আসায় ওই অঞ্চলে শান্তির বাতাস বইছে। যদিও চুক্তির পর তাৎপর্যপূর্ণ হলো চুক্তির বাস্তবায়ন করা। এর আগে চীন ইউক্রেনে শান্তি আনার জন্য ১২ দফা প্রস্তাব উপস্থাপন করেছিল গত মাসে। যদিও পশ্চিমা দেশগুলো তা নাকচ করে দেয়। প্রযুক্তিগত দক্ষতা এবং সামরিক ও কূটনৈতিক কৌশল কাজে লাগিয়ে বিভিন্ন দেশ ওপরের দিকে উঠে আসতে চাইছে যার মধ্যে চীন অন্যতম দাবীদার। ক্ষমতা বলতে বোঝায় আর্থিক সামর্থ্য, রাজনৈতিক দূরদর্শিতা, প্রযুক্তির ক্রমাগত উন্নয়ন এবং আধুনিকায়ন যা অন্য দেশের থেকে এগিয়ে থাকে এবং উন্নত অবকাঠামোর সমন্বয়। পৃথিবীজুড়ে বহু বছর ধরে আধিপত্য বিস্তার করে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমান সময়ে চীনের দক্ষ কূটনীতি এক্ষেত্রে এগিয়ে রয়েছে। এরই মধ্যে হন্ডুরাসের প্রেসিডেন্ট তাদের পররাষ্ট্রমন্ত্রীকে চীনের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক শুরুর নির্দেশ দিয়েছেন। এতদিন হন্ডুরাস তাইওয়ানের মিত্র বলে পরিচিত ছিল। সেক্ষেত্রে তাইওয়ানের সাথে সরাসরি আগের মতো মিত্রতা ধরে রাখা হয়তো সম্ভব হবে না। ডোনাল্ড ট্রাম্পের সময় বাণিজ্য যুদ্ধের ফলে বুহুদিন রেষারেষি থাকলেও করোনার উৎস নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয় এবং সেই উত্তেজনার পর বিশ্বের মনোযোগ ঘুরে যায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দিকে। এর মধ্যেই তাইওয়ান ইস্যু নিয়ে দুই দেশের সম্পর্ক উত্তেজিত হয়ে ওঠে। তারপর হঠাৎ বেলুনের আবির্ভাব ঘটে এবং আলোচনার জন্ম দেয়। চীন যদি তাইওয়ানে সামরিক অভিযান চালায় তাহলে যুক্তরাষ্ট্র বসে থাকবে না। কিন্তু এই মুহূর্তে চীন বিশ্ব নেতৃত্ব এগিয়ে নিতে সক্ষম হয়েছে। ফলে ভবিষ্যতে এই প্রতিযোগীতা আও তীব্র হবে এটা নিশ্চিতভাবে বলা যায়। লেখক: শিক্ষক ও কলাম লেখক, পাবনা। ডেল্টা টাইমস্/অলোক আচার্য/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |