বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

বিএনপি নির্বাচন করবে কিনা সেটা তাদের ব্যাপার : স্বরাষ্ট্রমন্ত্রী
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৮:১৫ পিএম আপডেট: ২১.০৩.২০২৩ ৮:২৩ পিএম | অনলাইন সংস্করণ

বিএনপি নির্বাচন করবে কিনা সেটা তাদের ব্যাপার : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচন করবে কিনা সেটা তাদের ব্যাপার : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নির্বাচন করবে কিনা সেটা তাদের ব্যাপার। তবে আমরা মনে করি খুব শীঘ্রই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে মনে করি নির্বাচন করা তাদের উচিত। আমরা অতীতে দেখেছি যারা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়েছেন বা ক্যান্টনমেন্টের শক্তি দিয়ে ক্ষমতায় এসেছেন তাদের আদালত থেকে অবৈধ সরকার হিসেবে ঘোষণা করেছেন। জনগণ ভালো করেই বুঝে ক্ষমতার বদল করতে হলে জনতার রায় নিতে হয়। ক্ষমতায় যেতে হলে বিএনপিকেও জনতার রায় নিতে হবে।

তিনি আরো বলেন, কারো হুমকি ধামকিতে সরকার ভয় পায় না। বর্তমান শেখ হাসিনা সরকার যতদিন থাকবে ততদিন বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু হয়ে থাকবে। এদেশের মানুষ খুব শান্তি প্রিয়। তারা শান্তি চায়। তারা সমৃদ্ধি চায়। উন্নতি চায়। যেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত নারী সংসদ সদস্য রাবেয়া আলিম, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এরপর পুলিশ সুপার কার্যালয় চত্বরে গাছের চারা রোপন করেন তিনি। একইসাথে ১৫ আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নীলফামারী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে বক্তব্য রাখেন।



ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com