রাঙ্গাবালীতে সাগরে মাছধরার সংঘর্ষে চারজন আহত
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
|
. স্থানীয়রা জানায়, উপজেলার চরহেয়ারের দক্ষিণের মায়ারচর সংলগ্ন সাগর মোহনায় কন্টি জাল দিয়ে ইলিশ শিকারে আধিপত্য বিস্তার নিয়ে গত দু-তিন ধরে স্থানীয় জলিল হাওলাদার ও ফেরদাউস মৃধার জেলেদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে শুক্রবার সকালে মাছ ধরতে গিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় পুলঘাট বাজারে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার কথা থাকলেও সন্ধ্যা ছয়টার দিকে এ সংঘর্ষ হয়। রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনায় দুপক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ডেল্টা টাইমস্/সিআর/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |