রাঙ্গাবালীতে ভূমি সেবা সপ্তাহ শুরু
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
|
'স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। সোমবার (২২ মে) বেলা ১১ টায় উপজেলা ভূমি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রবিউল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এতে অংশ নেন সুবিধাপ্রত্যাশী জনসাধারণ । সংশ্লিষ্টরা জানান, স্মার্ট ভূমি সেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বাড়ানো এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। এছাড়া ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা দেওয়া হবে বলেও জানান তারা। সংশ্লিষ্টরা আরও জানান, ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফাইড খতিয়ান ও ম্যাপ এবং ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। উল্লেখ্য, আগামী রোববার পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলবে। ডেল্টা টাইমস/এম এ ইউসুফ আলী/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |