ঈশ্বরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
|
![]() ঈশ্বরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন র্যালিটি উপজেলা পরিষদের চত্বর থেকে বের হয়ে ঈশ্বরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভূমি সেবার মানোন্নয়ন ও সহজিকরণ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজা জেসমিন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজহুরা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদীসহ ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারিরা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুর রহমান বলেন, উপজেলার ১১ টি ইউনিয়ন ভূমি অফিসে সেবা সপ্তাহ উপলক্ষ্যে সেবা সহজীকরণের প্রয়াসে সেবা স্টল খোলা হয়েছে। সেবা গ্রহীতারা সেখানে বসে ভূমি বিষয়ক যাবতীয় সেবা গ্রহণ করছেন। তিনি আরও বলেন অনলাইনে ভূমি মালিকেরা রেজিস্ট্রেশন করলে ঘরে বসেই ভূমি সংক্রান্ত সব তথ্য পেয়ে যাবেন এবং ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। আমরা যদি সচেতন হই তাহলে আমরা বিভিন্ন ধরনের হয়রানি থেকে নিজেদের রক্ষা করতে পারবো। ডেল্টা টাইমস্/মো. ইসহাক/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |