ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
|
![]() ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭ বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান। জুয়া আইনে গ্রেপ্তারকৃতরা হলেন, কাদির (৬০), মো. ফজলুর রহমান (৫৫), মো. বাবুল মিয়া (৪৫), মো. আ. কাদির (৩৭), মো. শাহজাহান (৩৮), মামুন (১৮), মো. ফারুক হোসেন ( ৩৫), মো. সোহেল মিয়া (২২), মো. হিমেল মিয়া (২০), মো. উজ্জ্বল মিয়া (৩৫), মো. নূর হোসেন (৩৪), মো. হেলাল উদ্দিন (৬০)। ওয়ারেন্ট ভুক্ত আসামিরা হলেন, মো. আবেদ আলী আকন্দ (৬০), মো. দুলাল মিয়া (৪০), মো. কামাল হোসেন (৫০), মো. ওয়াসিম (৩০), মো. আরিফুল ইসলাম (৩০)। এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে জুয়া, ওয়ারেন্ট ভুক্ত ও মাদকসহ ১৭ আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে। ডেল্টা টাইমস্/মো. ইসহাক/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |