গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নের
ইবি প্রতিনিধি:
|
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। শনিবার (২৭ মে) সংগঠনটির সভাপতি ইমানুল সোহান ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ৩ জুন থেকে ১৩ জুন পর্যন্ত মোট ১০ দিন গ্রীষ্মকালীন অবকাশ। একইসাথে ২৪ জুন থেকে ঈদুল আযহার ছুটি শুরু হবে। এ গ্রীষ্মকালীন ছুটিতে ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম ছন্দপতন হবে বলে মনে করে ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ। তাই স্বাভাবিকভাবে একাডেমিক কার্যক্রম অব্যহত রাখতে গ্রীষ্মকালীন ও অন্যান্য অপ্রয়োজনীয় ছুটি বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আরও বলেন, করোনাকালীন দেড় বছরের ছুটি একাডেমিক কার্যক্রমে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। বিভাগগুলো এখনো সে ধকল কাটিয়ে উঠতে পারে নি। এমতাবস্থায় তীব্র সেশনজটে থাকা শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের বিকল্প নেই। বিবৃতিতে আরও বলা হয়, ছুটি বাতিল করে সেশনজট কমিয়ে আনা সম্ভব। এসময় বিবৃতিতে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে গ্রীষ্মকালীন ছুটি বাতিল ও একাডেমিক কার্যক্রম চালু রাখার দাবি জানান নেতৃবৃন্দ। ডেল্টা টাইমস/ইদুল/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |