মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ ১৭ আশ্বিন ১৪৩০

মুক্তিযোদ্ধা সংসদের ‘অ্যাডহক কমিটি’ বাস্তবায়নের দাবি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৮ মে, ২০২৩, ২:৫১ পিএম | অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধা সংসদের ‘অ্যাডহক কমিটি’ বাস্তবায়নের দাবি

মুক্তিযোদ্ধা সংসদের ‘অ্যাডহক কমিটি’ বাস্তবায়নের দাবি

রাজাকার ও অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানানো বন্ধ করা এবং হাইকোর্টের আদেশপ্রাপ্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি বাস্তবায়নের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধাদের সংগঠন ন্যাশনাল ফ্রিডম ফাইটারস ফাউন্ডেশন (এনএফএফএফ)।

রোববার (২৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনএফএফএফের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী বলেন, গত ২০১৭ সাল থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম বন্ধ থাকায়, জেলা প্রশাসককে জেলা কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলা কমান্ডার বানানো মুক্তিযোদ্ধা সংসদের শুধু অবমাননা করাই নয়, পরিষ্কারভাবে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হয়েছে। আমরা এই চক্রান্ত থেকে মুক্তি চাই। আমার আমাদের পবিত্র সংগঠনকে অতিসত্বর ফেরত চাই।

তিনি আরও বলেন, বর্তমান দায়িত্বপ্রাপ্ত একটি চক্র রাজাকার ও অ-মুক্তিযোদ্ধাদের নাম বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় টাকার বিনিময়ে সন্নিবেশিত করছে। যা দেশ ও জাতির স্বার্থে অত্যন্ত অবমাননাকর।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের ভোটার তালিকায় রাজাকার ও অ-মুক্তিযোদ্ধাদের নাম থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩ স্থগিত ঘোষণা করেন। এরপরেও মুক্তিযোদ্ধাদের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা একদল মুক্তিযোদ্ধা নামধারী স্বার্থান্বেষী মহল এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের নির্বাচন দেওয়ার জন্য গোপনে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা মনে করি, আগামী জাতীয় নির্বাচনের পূর্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হলে সারাদেশে মুক্তিযোদ্ধাদের মধ্যে গ্রুপিং সৃষ্টি হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ভূলুণ্ঠিত হবে।

এ সময় তারা হাইকোর্টের আদেশপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সংসদের ‘অ্যাডহক কমিটি’ অতিসত্বর বাস্তবায়নের দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- এনএফএফএফের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মহাপুলিশ পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা ড. কাজী বজলুর রহমান, এনএফএফএফের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আ. সালাম, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল ওয়াহাব (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা মোসাম্মৎ রুবিনা খান, এনএফএফএফের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মুহাম্মদ শফিউদ্দিন ভূঁইয়া প্রমুখ।



ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com