নিজের বিজয়কে গণতন্ত্রের জয় বললেন এরদোয়ান
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() আঙ্কারায় প্রেসিডেন্ট ভবন প্রাঙ্গণে জড়ো হওয়া লাখো মানুষের সামনে বক্তব্য রাখতে গিয়ে এরদোয়ান ঐক্যের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, নির্বাচনে প্রকৃত বিজয়ী হচ্ছেন সাড়ে আট কোটি তুর্কি নাগরিক ও তুর্কি গণতন্ত্র। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আমরাই একমাত্র বিজয়ী নই, তুরস্কের বিজয় হয়েছে, আমাদের গণতন্ত্র বিজয়ী হয়েছে। আজ কেউ হারেনি, সবাই জিতেছে; জিতেছে দেশের ৮৫ মিলিয়ন মানুষ। এদিকে, তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের (ওয়াইএসকে) চেয়ারম্যান এরদোগানের পুনর্নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এরদোয়ান দ্বিতীয় দফার নির্বাচনে বিরোধী প্রার্থী কামাল কিলিচদারোগলুকে পরাজিত করে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |