সোমবার ২ অক্টোবর ২০২৩ ১৭ আশ্বিন ১৪৩০

সমালোচনায় বোরকা ছাড়তে রাজি নন জায়রা ওয়াসিম
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৯ মে, ২০২৩, ৩:৩৭ পিএম | অনলাইন সংস্করণ

সমালোচনায় বোরকা ছাড়তে রাজি নন জায়রা ওয়াসিম

সমালোচনায় বোরকা ছাড়তে রাজি নন জায়রা ওয়াসিম

ধর্মের টানে বলিউড ছেড়েছেন। এতদিন বাদে বোরকা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনামে জায়রা ওয়াসিমের নাম। অন্য কারও জন্য নয়, নিজের মর্জিতেই বোরকায় মুখ ঢেকে রাখেন, জানালেন জাতীয় পুরস্কারজয়ী প্রাক্তন অভিনেত্রী।

টুইটারে একটি ছবি শেয়ার করেন জায়রা। যেখানে বোরকা দিয়ে মুখ ঢাকা অবস্থাতেই এক নারীকে খাবার খেতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে প্রশ্ন করা হয়েছিল, এটা কি কোনো মানুষের সিদ্ধান্ত হতে পারে? তাতেই তীব্র প্রতিক্রিয়া দেন জায়রা।

ছবি শেয়ার করে জায়রা লেখেন, এই মাত্র একটি বিয়ে থেকে ফিরলাম। একেবারে এভাবেই খাবার খেয়েছি সেখানে। এটা পুরোপুরি আমার মর্জি। চারপাশের সবাই আমায় নেকাব খুলতে বলে যাচ্ছিলেন। কিন্তু আমি খুলিনি। আপনার জন্য আমরা এটা করব না। সহ্য করতে পারলে করুন।

২০১৬ সালে ‘দঙ্গল’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন জায়রা। পরে আবার ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান। ২০১৯ সালে আচমকাই অভিনয় জগৎ ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। বিবৃতি দিয়ে লেখেন, অভিনয় করা মুসলিম ধর্মাচরণের বিরুদ্ধে আঘাত হানে। আমার ইমান এতে আঘাতপ্রাপ্ত হয়। যেই মূহূর্তে ইমানকে অমান্য বা অবমাননা করা হয়, ঠিক তখনই আমার সঙ্গে আমার ধর্মের সম্পর্কও বারবার সংকটাপন্ন অবস্থায় চলে আসে। তাই আমি বিদায় নিচ্ছি অভিনয় থেকে।

এরপর তাকে নানা সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু সেসবে কোনো তোয়াক্কা করেননি জায়রা। নিজের মতো করে ধর্ম পালন করে যাচ্ছেন তিনি।



ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com