বিদ্যুৎস্পৃষ্টে কিশোর শ্রমিক নিহত
পিরোজপুর প্রতিনিধি:
|
বিদ্যুৎস্পৃষ্টে কিশোর শ্রমিক নিহত জানা যায়, নিহত ইয়ান হাসান খান (১৫) উপজলার টগড়া গ্রামের কামাল খানের ছেলে। সাথে থাকা দুই সহোযোগি মো. হাফিজুর রহমান ও জিহাদ শেখ জানান, আমরা ডাবের ব্যবসা করি। প্রতিদিনের মত আজকে মিলবাড়ীর মো. সিদ্দিক হাওলাদারের বাড়িতে ডাব ক্রয় করতে ঢোকার সময় বৈদ্যুতিক খুঁটি থেকে বিচ্ছিন্ন হয়ে পরে থাকা তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ইয়ান। উদ্ধার করে হাসপাতালে নিয় আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. বিশ্বজিৎ রায় ইয়ানকে মৃত্যু ঘোষণা করেন। ইয়ান হাসান খান টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্র। ইদুরকানী পল্লী বিদ্যুৎ ইনচার্জ মো. ইসলাম জানান, দক্ষিন ইদুরকানী ২৪০ ভোল্ট পল্লী বিদ্যুৎ লাইনের তার কিভাবে ছিড়ে পড়ে গেল তাহা জানিনা। তবে দুর্ঘটনার পরে আমাদের কাছে দুপুর ১২টার দিকে এক ব্যক্তি ফোন করলে তাৎক্ষনিক লাইন বন্ধ করে দিই। ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ডেল্টা টাইমস্/নাছরুল্লাহ আল কাফী/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |