মহাখালীতে উড়ালসড়ক থেকে পড়া রড মাথায় ঢুকে শিশুর মৃত্যু
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() মহাখালীতে উড়ালসড়ক থেকে পড়া রড মাথায় ঢুকে শিশুর মৃত্যু ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান। আবদুল কাদের ইমন নামে এক পথচারী শিশুটিকে উদ্ধার করেন। তিনি জানান, সোমবার সকালে নির্মাণাধীন উড়ালসড়কের নিচ দিয়ে যাওয়ার সময় শিশুটির মাথায় ওপর থেকে রড পড়ে। রড তার মাথায় ঢুকে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টায় শিশুটি মারা যায়। বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’ ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |