চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে ব্যবসায়ীর কারাদণ্ড
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
|
![]() চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে ব্যবসায়ীর কারাদণ্ড সাজাপ্রাপ্ত ওই ব্যবসায়ী রাইসুল ইসলাম কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম গ্রামের খোকন ইসলামের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ মে) দুপুরে উপজেলা রেজিস্ট্রি অফিসের সামনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় রাইসুল ইসলামের ডিপো থেকে অপদ্রব্য মেশানো চিংড়ি মাছ উদ্ধার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আজহার আলী অপদ্রব্য মেশানোর অপরাধে ওই ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজহার আলী জানান, অপদ্রব্য মেশানো ৩০ কেজি চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া ৬০ কেজি চিংড়ি মাছে অপদ্রব্য মেশানো না থাকায় কালিগঞ্জ উপজেলার ৪ টি এতিম খানায় বিতরণ করা হয়েছে। তাছাড়া অসাধু ব্যবসায়ি রাইসুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বলে জানান তিনি। ডেল্টা টাইমস্/মো. আবু বক্কর সিদ্দিক/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |