সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪ ২৫ ভাদ্র ১৪৩১

হাসিমুখ ও ওয়েল ফুডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ২:০৬ পিএম আপডেট: ৩০.০৫.২০২৩ ২:১৩ পিএম | অনলাইন সংস্করণ

হাসিমুখ ও ওয়েল ফুডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

হাসিমুখ ও ওয়েল ফুডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যকর খাবার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থা (এইচএসকেএস) এবং ওয়েল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড। এ বিষয়ে দু’পক্ষের মধ্যে সমঝোতা স্বাক্ষর (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর রাওয়া কমপ্লেক্সে এক অনুষ্ঠানে ওই স্মারকে স্বাক্ষর করেন ওয়েল ফুডের প্রধান নির্বাহী (সিইও) মো. নুরুল ইসলাম ও হাসিমুখ সংস্থার প্রেসিডেন্ট নুসরাত আক্তার। সমঝোতা স্বাক্ষর অনুযায়ী, ওয়েল ফুড সপ্তাহে একদিন এইচএসকেএস-এর শিশুদের স্বাস্থ্যকর নুডলস সরবরাহ করবে। শিক্ষার্থীদের পুষ্টির চাহিদাগুলি পূরণ করার লক্ষ্যে ওই খাবার প্রস্তুতিতে পুষ্টিকর উপাদানগুলি ব্যবহার করা হবে।

এ বিষয়ে ওয়েল ফুডের সিইও মো. নুরুল ইসলাম বলেন, যে শিশুরা একটি সুবিধাবঞ্চিত সমাজ থেকে এসেছে, তাই তাদের পুষ্টি নিশ্চিত করার আগে ক্ষুধা নিবারণ করাটা বেশি গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা প্রদানের পাশাপাশি ওই সকল শিশুদের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কে আমরা কাজ করতে চাই। এ জন্য সপ্তাহে একদিন বাচ্চাদের নুডলস সরবরাহ করা হবে। ভবিষ্যৎ এটা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
হাসিমুখ সংস্থার প্রেসিডেন্ট নুসরাত আক্তার বলেন, আমরা শিশুদের খাবার নিশ্চিত করার পাশাপাশি ওয়েল ফুডকে সহায়তা করবো। খাদ্যদ্রব্য সংগ্রহ করার জন্য একটি নির্দিষ্ট ড্রপ-অফ স্থান ঠিক করে দিবো। এছাড়া নুডলসের মানের উপর মূল্যবান প্রতিক্রিয়া প্রদান করবে, যাতে তারা নুডলসের খাদ্যমান বজায় রাখতে সক্ষম হয়। এ বিষয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসহ সকল প্রাসঙ্গিক যোগাযোগ চ্যানেলে ওয়েল ফুডকে অন্তর্ভুক্ত করা হবে।


ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com