জামায়াতপন্থি চার আইনজীবীকে হেনস্তা, সুপ্রিম কোর্টে বিক্ষোভ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() জামায়াতপন্থি চার আইনজীবীকে হেনস্তা, সুপ্রিম কোর্টে বিক্ষোভ মঙ্গলবার (৩০ মে) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে জামায়াত সমর্থিত সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে শতাধিক আইনজীবী অংশ নিয়ে পুলিশ কর্তৃক আইনজীবীদের হেনস্তা করার নিন্দা জানান। আইনজীবীরা এ ঘটনায় ডিএমপি কমিশনারকে দুঃখ প্রকাশ করে প্রেস নোট দেওয়াসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবি জানান। বক্তারা বলেন, আজ দেশে আইনের শাসন, মানবাধিকার, ভোটের অধিকার নেই। মানবাধিকার ও ভোটের অধিকার আদায়ে আইনজীবীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখার সভাপতি গিয়াস উদ্দিন মিঠুর সভাপতিত্বে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের এডহক কমিটির সদস্য সচিব শাহ আহমেদ বাদল, সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুব, ল’ইয়ার্স কাউন্সিলের নেতা ইউসুফ আলী, আবদুল বাতেন, ড. হেলাল উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি ড. গোলাম রহমান ভূইয়া, মো. জালাল উদ্দিন, সাবেক সহ-সম্পাদক সাইফুর রহমান, আইনজীবী ফরিদ উদ্দিন খান, আবদুর রাজ্জাক, কহিনুর হোসেন খান, নাহিদ সুলতানা, আবু বকর সিদ্দিক প্রমুখ। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |