৩১ মে: ইতিহাসের এই দিনের উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ছবি: ডেল্টা টাইমস ঘটনাবলি: ১৭৯০ - মার্কিন কপিরাইট আইন কার্যকর হয়। ১৮৮৯ - প্যারিসের আইফেল টাওয়ার উদ্বোধন।১৯০২ - বোয়ের যুদ্ধের অবসান হয়। ১৯১০ - দক্ষিণ আফ্রিকান ইউনিয়ন গঠিত। ১৯৩২ - জাপানের প্রধানমন্ত্রী কি ইনুকাই নিহত হন। ১৯৩৫ - কোয়েটায় ভূমিকম্পে ৫০ হাজার লোকের মৃত্যু। ১৯৪১ - জার্মানিতে গোথিক হরফ নিষিদ্ধ ও রোমান হরফ চালু হয়। ১৯৫২ - ভলগা ডন খালের উদ্বোধন। ১৯৬১ - দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র ঘোষিত হয়। ১৯৮৯ - দক্ষিণ কোরিয়া রানার্স আপ। ২০০২ - বিশ্বকাপ ফুটবল। ২০০২ - দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে উদ্বোধন। জন্ম: ১৮১৯ - মার্কিন কবি ওয়াল্ট হুইটম্যান। ১৮৬০ - চিত্রশিল্পী ওয়াল্টার সিকার্ট ১৯১৫ - অস্টেলিয়ান কবি ও পরিবেশবিদ জুডিথ রাইট। ১৯৬৫ - আমেরিকান অভিনেত্রী ও মডেল ব্রোক শিল্ড। মৃত্যু: ১৮৩২ - এভারিস্ত গালোয়া, ফরাসি গণিতবিদ। দিবস: তামাক মুক্ত দিবস ডেল্টা টাইমস্/সিআর/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |