তারাকান্দায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ফাইল ছবি বুধবার (৩১ মে) তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৩০ মে) বিকেল ৫টায় উপজেলার বানিহালা ইউনিয়নের বানিহালা গ্রামে এ ঘটনা ঘটে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, সোমবার বিকেলের দিকে রাবেয়া ও আছিয়া বাড়িতে খেলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। দুই শিশুকে আশপাশে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে মৃত অবস্থায় দু’জনকে উদ্ধার করে স্বজনরা। ডেল্টা টাইমস/সিআর/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |