মসির শক্তি
শামছুল ইসলাম
|
অসি অর্থাৎ অস্ত্র এর শক্তি সীমিত কিন্তু মসি অর্থাৎ কালির শক্তি অসীম। অস্ত্র দ্বারা তা দা ছুরি বা পরমানবিক অস্ত্রই হোক না কেন তা দিয়ে ১,২,১০০ বা হাজার মানুষের বা জীবের ক্ষতি করা যেতে পারে কিন্তু মসি অর্থাৎ কালি দিয়ে এক সঙ্গে কোটি কোটি মানুষের বা জীবের ক্ষতি বা উপকার করা যায়। কেননা একটি লেখা বা ছবি একসঙ্গে কোটি কোটি মানুষের হৃদয় জয় বা ভেঙ্গে দিতে পারে। যার জন্য মানব কূলের বৃহৎ উপকার বা অপকার দুইই হতে পারে। অস্ত্রের আক্রমন একমুখি কিন্তু কালি বা মসির আক্রমন বহুমুখি। অস্ত্রশুধু ধ্বংস করতে পারে কিন্তু কালি উপকার ও ধ্বংস দুইই করতে পরে। মসি অভিযুক্তকে একদিকে অক্রমণ করে তার অনুশুচনা সুষ্টি করে অভিযোগটি কমায়। আবার অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণকারী সংস্থার ব্যবস্থা গ্রহণের জন্য প্রলুব্ধ করে অভিযোগ কমায় এবং সর্বপরী অভিযোগকারী ও অভিযোগ সম্ভন্ধে জনমনে সচেতনতা সৃষ্টি করে সামাজিক শুদ্ধির ব্যবস্থা করে। মসির কল্যাণেই রাষ্ট্র পরিচালনায় মানবকূলের কল্যাণ করা হয়। ধর্ম কর্ম সব কিছুই রক্ষা করা হয় মসির কল্যাণে। এই মসি দ্বারা লেখার কল্যাণে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে সুষ্ঠ ও সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন। আর্ন্তজাতিক অনেক খেতাব ও ডিগ্রি অর্জন করেছেন। দৃষ্টান্ত: “নির্বাচন করতেই হবে” জনকন্ঠ ১৫/১১/২০০৮। তাছাড়া এ সরকারের মেয়াদ কালীন সময়ে বিভিন্ন সময়ে সরকার বা দেশ পরিচালনায় এই অধমের শুচিন্তিত মতামত ও পরামর্শ জনকন্ঠের মসির মাধ্যমে দিয়ে সরিষা পরিমান হলেও সহায়তা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। দৃষ্টান্ত : “জনকল্যণে মসি”(আমার রচিত বই) ডেল্টা টাইমস্/শামছুল ইসলাম/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |