০১ জুন মে: ইতিহাসের এই দিনের উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
আজ (০১ জুন) বুধবার, ২০২৩। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এ দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি: ১৫৩৩ - অ্যানা বোলেইন(Anne Boleyn) ইংল্যান্ডের রাণীর মুকুট গ্রহণ করেন। ১৮৭৪ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত ঘোষিত হয়।১৯৮০ - সিএনএন স্যাটালাইট টেলিভিশনের সম্প্রচার শুরু। ১৯৮১ - বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। ১৯৯০ - জর্জ ডব্লিউ বুশ ও মিখাইল গর্বাচভ রাসায়নিক অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন। ২০০১ - নেপালের যুবরাজ দীপেন্দ্রর ব্রাশ ফায়ারে রাজা-রানী সপরিবারে নিহত। ২০০৯ - এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৪৭ ব্রাজিলের কাছে আটলান্টিক সাগরে আছড়ে পরে,২২৮জন যাত্রী এবং কর্মচারীর সকলে নিহত হন। জন্ম: ১৯০৬ - কবি ছান্দসিক আবদুল কাদির। ১৯২৬ - মেরিলিন মনরো মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও পপ আইকন। ১৯৩৭ - হলিউড অভিনেতা মরগান ফ্রিম্যান। ১৯৫০ - অনুপম হায়াৎ। মৃত্যু: ১৯৩ - ডিডিয়াস জুলিয়াস,রোমান সম্রাট। ১৮৪২ - শিক্ষাবিদ ডেভিড হেয়ার। ১৮৬৮ - জেমস বিউকানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রপতি। ১৯৬৮ - হেলেন কেলার। ১৯৭৮ - উর্দু লেখক চলচ্চিত্রকার খাজা আহমদ আব্বাস। ১৯৯৮ - সাতারু ব্রজেন দাস। ২০০২ - হ্যানসি ক্রনিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। ডেল্টা টাইমস্/সিআর/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |