তসলিমা নাসরিনকে পরীমণির হুঁশিয়ারি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
গত কয়েক দিন ধরে শোবিজ অঙ্গনে ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হওয়া কিছু স্থিরচিত্র ও ভিডিও। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অনেকে। তাদের মধ্যে অন্যতম ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। এক ফেসবুক স্ট্যাটাসে এই লেখিকা শরিফুল রাজের স্ত্রী চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে হতাশা ব্যক্ত করেন। রাজের সঙ্গে সংসার ভাঙার ক্ষেত্রে পরীমণি কর্তৃক আরেক চিত্রনায়িকা সুনেরাহকে দোষী করার সমালোচনাও করেন তার লেখায়। তসলিমা তার স্ট্যাটাসে প্রশ্ন রাখেন, ‘পরীমণি বলেছেন, রাজকে তার জীবন থেকে ছিনিয়ে নেওয়ার দায় সম্পূর্ণই সুনেহরার। তিনি সুনেরাহকে ভর্ৎসনা করলেন। আমি অবাক হলাম, রাজ যদি তার স্ত্রীকে ঠকিয়ে থাকেন, স্ত্রীকে চিট করে অন্য কারো সঙ্গে জীবনযাপন করেন, তাহলে দোষ রাজের না হয়ে অন্যের হবে কেন? পরীমণি রাজকে দোষ দিলেন না। তিনি দোষ দিলেন সুনেরাহকে মেয়েটিকে।’ তিনি আরও লেখেন, ‘অধিকাংশ মেয়েই পুরুষের দোষ দেখতে পান না। সমস্ত অঘটনের মূলে তারা মনে করেন, আছে মেয়েরাই। পরীমণিও তাই করলেন। ভিড়ে মিশে গেলেন।’ এবার তসলিমার লেখার জবাব দিলেন পরীমণি। যদিও নাম প্রকাশ করেননি তিনি, তারপরও কারো বুঝতে বাকি নেই কাকে উদ্দেশ্য করে তার এই লেখা। বৃহস্পতিবার (১ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে পরী লেখেন, ‘দিদি মিড লাইফ ক্রাইসিস ঠিকঠাক ডিল না করাটাও কিন্তু বিশাল মানসিক সমস্যা। একবার ৬তলা বাড়ির মালিক বানায় দিছিলেন আমাকে। বাড়িটি এখনো খুঁজে পাওয়া যায়নি। এখন আবার আমার ঘরের মধ্যে ঢুকে পরতে যাবেন না দিদি।’ এরপরই হুঁশিয়ারি দিয়ে তার ভাষ্য, ‘এবার কিন্তু আমি আর ছেড়ে কথা বলব না আপনাকে। আর কোনো করুণা হবে না আপনার মিড লাইফ ক্রাইসিস নিয়ে।’ প্রসঙ্গত, ২৯ মে (সোমবার) দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ছবি ও ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে। এ সময় তাদের অসংলগ্ন কথাবার্তা ও কর্মকাণ্ড করতে দেখা যায়। ছবি-ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |