পদ্মায় নিখোঁজ দুই বিশ্ববিদ্যালয়ছাত্রের একজনের মরদেহ উদ্ধার
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() শুক্রবার (২ জুন) বিকেল সোয়া ৪টার দিকে পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সামনের নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে দুপুর ১২টার দিকে পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারে কাছে জেগে ওঠা চর থেকে নদীতে গোসল করতে নামলে ওই দুই ছাত্র নিখোঁজ হন। মৃত উদ্ধার হওয়া যুবকের নাম সব্যসাচী সৌম্য দাশ (২৯)। তিনি রাজধানীর তেজগাঁও এলাকার সরোজ দাশের ছেলে। নিখোঁজ অপর যুবক নুরুল হক নাফিউ (২৪) রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকার শরিফুল হকের ছেলে। তারা দুজনই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রিপল ই বিভাগের ছাত্র। নৌপুলিশ সূত্র জানায়, সকাল ৯টার দিকে ঢাকা থেকে পাঁচ বন্ধু মুন্সিগঞ্জের মাওয়া এলাকায় ঘুরতে আসেন। পরে দুপুর ১২টার দিকে তারা একটি স্পিডবোটযোগে পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের কাছে জেগে ওঠা চরে গিয়ে নদীতে গোসল করতে নামে। এ সময় স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন নাফিউ ও সব্যসাচী। তবে বাকি তিনজন অক্ষত রয়েছেন। পরবর্তীতে বিকেল সোয়া ৪টার দিকে সব্যসাচীর মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাওয়া নৌ পুলিশের ইনচার্জ মাহাবুবুর রহমান বিকেল সাড়ে ৫টার দিকে বলেন, নিখোঁজ দুই ছাত্রের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর নিখোঁজ ছাত্রের সন্ধানে আমরা এখনো নদীতে কাজ করছি। আমাদের সঙ্গে ফায়ার সার্ভিসও রয়েছে। উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তে পাঠানোর জন্য সব ধরনের প্রস্তুতি চলছে। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |