কুয়েতে আগুনে পুড়ে তিন প্রবাসীর মৃত্যু
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() কুয়েতে আগুনে পুড়ে তিন প্রবাসীর মৃত্যু নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা। তার নাম মোহাম্মদ ইমরান। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। কুয়েতের স্থানীয় গণমাধ্যম আরব টাইমস এ খবর প্রকাশ করে। খবরে বলা হয়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ছুটে যায়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কুয়েতের জেনারেল ফায়ার ফোর্সের জনসংযোগ ও মিডিয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জিলিব আল শুয়েখ এলাকায় একটি বাড়িতে আগুন লাগে। এতে তিন এশীয়র মৃত্যু হয়। ভবনটিতে প্রচুর পরিমাণে স্টোরেজ, লোহার দরজা, পার্টিশন বসানো শয়নকক্ষ এবং করিডোর ছিল বলে জানায় ফায়ার ফোর্স। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |