বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ অগ্রহায়ণ ১৪৩০

রশিদকে ছাড়াই শ্রীলঙ্কাকে হারাল আফগানিস্তান
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২ জুন, ২০২৩, ৮:২৩ পিএম | অনলাইন সংস্করণ

রশিদকে ছাড়াই শ্রীলঙ্কাকে হারাল আফগানিস্তান

রশিদকে ছাড়াই শ্রীলঙ্কাকে হারাল আফগানিস্তান

সামনে বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ। তার আগে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে আফগানিস্তান। প্রথম ওয়ানডেতে আফগানরা দেখালো বড় চমক।

লঙ্কানদের তাদেরই মাঠ হাম্বানটোটায় ৬ উইকেট আর ১৯ বল হাতে রেখে হারিয়েছে হাসমতউল্লাহ শহিদির দল। এই জয়ে যেন বাংলাদেশকে কঠিন ‘বার্তা’ দিয়ে রাখলো আফগানরা।

টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৬৮ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। ৪৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়েই ২৬৯ রানের লক্ষ্য তাড়া করে ফেলে আফগানরা। ইব্রাহিম জাদরান মাত্র ২ রানের জন্য করেন সেঞ্চুরি মিস।

রহমানুল্লাহ গুরবাজ ১৪ করে ফিরলেও রান তাড়ায় কখনই মনে হয়নি ম্যাচটা হারতে পারে আফগানিস্তান। দ্বিতীয় উইকেটে রহমত শাহ আর ইব্রাহিম জাদরান ১৪৯ বলে ১৪৬ রানের জুটিতে জয়ের পথ সহজ করে ফেলেন।

ইব্রাহিমের সেঞ্চুরিটা প্রাপ্যই ছিল। কিন্তু ব্যক্তিগত ৯৮ রানের মাথায় সাজঘরে ফিরতে হয় তাকে। সমান বলের ইনিংসে ১১ চার আর দুটি ছক্কা হাঁকান এই ব্যাটার।

রহমত শাহ আউট হন ৫৫ করে, হাসমতউল্লাহ শহিদি ৩৮ রানে। তবে মোহাম্মদ নবি আর নাজিবুল্লাহ জাদরান বিজয়ীর বেশেই মাঠ ছেড়েছেন। নবি ২৭ আর নাজিবুল্লাহ ৭ রানে অপরাজিত থাকেন।

এর আগে ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল শ্রীলঙ্কা। সেখান থেকে দলকে উদ্ধার করেন চারিথ আসালাঙ্কা আর ধনঞ্জয়া ডি সিলভা। পঞ্চম উইকেটে ৯৯ রানের জুটি গড়েন তারা।

ধনঞ্জয়া ফিফটির পরই (৫১) সাজঘরে ফেরেন, তবে আসালাঙ্কার সুযোগ ছিল সেঞ্চুরি ছোঁয়ার। কিন্তু তার আশাও পূরণ হয়নি। ৯৫ বলে ১২ বাউন্ডারিতে ৯১ করে রানআউটের কবলে পড়েন লঙ্কান ব্যাটার।

এছাড়া ওপেনার পাথুম নিশাঙ্কা ৩৮ আর আট নম্বর ব্যাটার দুশান হেমন্ত করেন ২২ রান। সবমিলিয়ে ২৬৮ রানে অলআউট হয় লঙ্কানরা।

দুই আফগান পেসার ফজলহক ফারুকি ও ফরিদ আহমেদ নেন দুটি করে উইকেট।



ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com