নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় দুর্বৃত্তের গুলিতে কর্মচারী আহত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত অ্যাস্টোরিয়া এলাকায় বাংলাদেশি মালিকানাধীন একটি রেস্তোরাঁয় দুর্বৃত্তের গুলিতে এক কর্মচারী আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুরে দুর্বৃত্তরা রেস্তোরাঁয় ঢুকে গুলি চালায়। এ ঘটনায় রেস্তোরাঁর আহত কর্মচারী সাব্বিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, অ্যাস্টোরিয়ার ৩৬ এভিনিউতে অবস্থিত বৈশাখী রেস্তোঁরায় শনিবার দুপুরে কাজ করছিলেন সাব্বির। এ সময় দুর্বৃত্তরা রেস্তোঁরায় ঢুকে তার পায়ে গুলি চালায়। ঘটনার পর থেকে নিউইয়র্ক সিটি পুলিশ ওই স্থানটি ঘিরে রেখেছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। এই ঘটনায় অ্যাস্টোরিয়া এলাকার প্রবাসী বাংলাদেশিদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |