মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর
টাঙ্গাইল প্রতিনিধি
|
![]() মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর রোববার (৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ঘাটাইল ও মধুপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা গারোবাজার-কাকরাইদ আঞ্চলিক সড়কের হাজীবাড়ী নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মধুপুর থানার এসআই মামুন ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু ঘুরতে বেরিয়েছিলেন। তারা লেদুর বাজার এলাকা থেকে গারোবাজার যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি গারোবাজার-কাকরাইদ সড়কের হাজীবাড়ী মোড় নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগায় তারা মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে ছিটকে সড়কের পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলে দুই বন্ধু মারা যান, অপর বন্ধু গুরুতর আহত হন। নিহতরা হলেন ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া এলাকার মো. সুরুজ আলীর ছেলে ছাব্বির আলম (১৮), রমজান আলীর ছেলে হাবিব (১৬)। আহত অপর বন্ধু হলেন একই এলাকার আনিসুর রহমানের ছেলে মো. সাদিক (১৮)। আহত সাদিককে স্থানীয়রা উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ডেল্টা টাইমস্/হাসান সিকদার/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |