কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিম
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
কলকাতায় অনুষ্ঠিত ২০তম টেলিসিনে অ্যাওয়ার্ডে সেরা বাংলাদেশি অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন বিদ্যা সিনহা মিম। সামাজিক মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। মিম লিখেছেন, “অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনাদের সবার ভালোবাসায় ‘পরাণ’ সিনেমায় অভিনয়ের জন্য আমি ২০তম টেলিসিনে অ্যাওয়ার্ড-২০২৩ প্রাপ্ত হয়েছি (সেরা অভিনেত্রী বাংলাদেশ)।” এ সময় তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও লিখেছেন, ‘আমি কৃতজ্ঞতা জানাই জুরি বোর্ড এবং এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকলের প্রতি। সেই সাথে কৃতজ্ঞতা জানাই আমার সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি।’ গতকাল রোববার কলকাতার নজরুল মঞ্চে টেলিসিনে অ্যাওয়ার্ডের আসর বসে। বাংলাদেশ থেকে আরও পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী, বাপ্পা মজুমদার। আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশের গুণী অভিনেতা আফজাল হোসেন। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |