রাজধানীর বসুন্ধরাতে বিষক্রিয়ায় ২ ভাইয়ের মৃত্যু
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() রোববার (৪ জুন) বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। জানা গেছে, গত শুক্রবার (২ জুন) জাহিন ও জায়ানদের বসুন্ধরা আই ব্লকের নতুন বাসায় এসে স্প্রে করে যান স্প্রে পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা। এর দুই দিন পর পরিবারের সদস্যরা বাসায় প্রবেশের পর অসুস্থ হয়ে পড়েন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় সবাইকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে জায়ানের মৃত্যু হয়। এছাড়া একই দিন রাত ১০টার দিকে মারা যান জাহিনও। জায়ান ও জাহিনের খালা ডা. রওনক জাহান রোজির অভিযোগ, পেস্ট কন্ট্রোল সার্ভিসের অদক্ষ কর্মীদের কারণে এ ঘটনা ঘটেছে। আমরা পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও কোনো সঠিক উত্তর পাইনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম আসাদুজ্জামান বলেন, দুই শিশুর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা করার প্রস্তুতি চলছে বলেও নিশ্চিত করেছেন এই পুলিশ কর্মকর্তা। ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |