সুন্দরবন উপকূলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধের দাবি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
|
![]() সুন্দরবন উপকূলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধের দাবি সোমবার (৫ জুন) বিকেল ৪টায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মোংলাপোর্ট পৌরসভা কার্যালয় চত্বরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), দুর্নীতি দমন কমিশন বাগেরহাট, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটি, ওয়াটারকিপার্স বাংলাদেশ, নবলোক, বিএএসডি, পশুর রিভার ওয়াটারকিপার ও ইয়ুথ এম্বাসেডর আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। "সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ" শ্লোগানে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলার আহŸায়ক মোঃ নূর আলম শেখ'র সভাপতিত্বে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। ![]() সুন্দরবন উপকূলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধের দাবি বিশেষ অতিথির বক্তৃতা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, দুর্নীতি দমন কমিশন বাগেরহাটের সহকারি উপ-পরিচালক মো. সজিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এইচ এম দুলাল। আলোচনা সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সবুজ অভিভাবক সুভাষ চন্দ্র বিশ্বাস, প্রভাষক এস এম মাহবুবুর রহমান, নবলোক'র পল্লব রায়, বিএএসডি'র এডওয়ার্ড এলিও মধু, বাপা নেতা নাজমুল হক, গীতিকার মোল্লা আল মামুন, শেখ রাসেল, ইয়ুথ পি¯ এম্বাসেডর শিকদার ইয়াসিন আরাফাত, মঈনউদ্দিন জনি, মেহেদী হাসান বাবু প্রমূখ। আলোচনা সভায় বক্তারা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আধুনিক এবং গতিশীল করা ও মেরিন ড্রাইভ রোডকে প্রশস্ত করার দাবি জানান। আলোচনা সভা ছাড়াও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে "সবুজ বাংলাদেশ" শীর্ষক শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং "শিল্প দূষণই পরিবেশ বিপর্যেয়র জন্য দায়ী" শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অন্যদিকে একই মঞ্চে দুদক বাগেরহাটের বাস্তবায়নে মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে "আইনের শাসনের অভাবই দুর্নীতি বিস্তারের মূল কারন" শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে পরিবেশ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ডেল্টা টাইমস্/আলী আজীম/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |