বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩ আশ্বিন ১৪৩০

অবশেষে দেশে ঢুকল ভারতীয় পেঁয়াজ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ৮:১২ পিএম | অনলাইন সংস্করণ

অবশেষে দেশে ঢুকল ভারতীয় পেঁয়াজ

অবশেষে দেশে ঢুকল ভারতীয় পেঁয়াজ

দুই মাস ২০ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে ঢুকেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ। এরই মধ্যে খালাস কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন পর পেঁয়াজ আমদানি হওয়ায় বন্দর এলাকায় কর্মচাঞ্চল্যতা ফিরেছে।

সোমবার (৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে পেঁয়াজবোঝাই ট্রাক দেশে ঢুকতে শুরু করে। সন্ধ্যা ৭টা পর্যন্ত তিন ট্রাকে ৬৩ মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে।আমদানির অনুমতি পাওয়ার পর এটি প্রথম চালান বলে জানালেন আমদানিকারকরা। অনুমতি না থাকায় গত ১৫ মার্চ থেকে আমদানি বন্ধ ছিল।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, ‘সোমবার হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দরের আমদানিকারকরা পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। এরই মধ্যে দেশে ঢুকতে শুরু করেছে। এসব পেঁয়াজ মঙ্গলবার থেকে বাজারে গেলে দাম ৩০ টাকার মধ্যে চলে আসবে।’

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘বন্দরের ৯ জন আমদানিকারক ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন আজ। আইপি পেয়ে তারা আমদানি শুরু করেছেন। আমদানিকৃত পেঁয়াজ বন্দর থেকে দ্রুত খালাস করা হচ্ছে।’

বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন বলেন, ‘দুই মাস ২০ দিন পর সোমবার থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানির ফলে বাজারে দ্রুত দাম কমে আসবে।’



ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com