রোববার ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১

ফুটবলার মহসিনের পাশে বিসিবি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৪:৫৭ পিএম | অনলাইন সংস্করণ

ফুটবলার মহসিনের পাশে বিসিবি

ফুটবলার মহসিনের পাশে বিসিবি

বাংলাদেশের ফুটবলের অন্যতম কিংবদন্তি গোলরক্ষক মোহাম্মদ মহসীন। এক সময়ের গোলপোস্টের অতন্দ্র প্রহরী মহসীন এখন শারীরিক এবং মানসিকভাবে খুবই অসুস্থ। মিডিয়ায় মহসীনের দুরবস্থার বিষয়টি ওঠে আসার পর নজরে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের৷ সুদূর লন্ডন থেকে মহসীনের বিষয়টি বিসিবিকে দেখতে বলেছেন পাপন৷

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, 'আমাদের মাননীয় বোর্ড সভাপতি কিংবদন্তি ফুটবলার মহসীন ভাইয়ের ব্যাপারে আমাদের নির্দেশনা দিয়েছেন। তার (পাপন) নির্দেশনায় আমরা গতকালই তার (মহসীন) পরিবারের সাথে আলোচনা করেছি। তার সুস্থতার জন্য চিকিৎসায় বিসিবি পাশে থাকবে। '

মহসীন ও তার পরিবারের সাভারে কিছু জায়গা ছিল। সেই জায়গা বেদখল হওয়ায় আর্থিক সংকটে পড়েন মহসীন ও তার পরিবার। বেদখল হওয়া জমির ব্যাপারেও বিসিবি মহসীনকে সহায়তা করবে, 'আমাদের লিগ্যাল অ্যাডভাইজারকে ইতোমধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে। মহসীন ভাইয়ের পরিবারকে সেই জমির কাগজপত্র আমাদের লিগ্যাল অ্যাডভাইজরকে দিতে বলা হয়েছে। এরপর তিনি বিষয়টি দেখভাল করবেন। আমরাও বিসিবির পক্ষ থেকে সহায়তা করব' বলেন বিসিবি সিইও৷

বিসিবির পাশাপাশি মহসিনের সতীর্থ ফুটবলাররাও পাশে দাঁড়াবেন ৷ আজ সন্ধ্যায় সাবেক ফুটবলার আব্দুল গাফফারের নেতৃত্বে মোহামেডান ক্লাবে মহসীনকে নিয়ে এক জরুরি সভায় বসছেন সাবেক ফুটবলাররা। ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা না করলেও ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তারা ব্যক্তিগতভাবে মহসীনের পাশে দাড়াবেন বলে জানা গেছে।

পাপনের সময়ে ক্রিকেটার ছাড়াও ক্রীড়াঙ্গনের অনেকেরই দুঃসময়ে পাশে থেকেছে বিসিবি। প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার পরিবারকেও আর্থিক সহায়তা দিয়েছিল বিসিবি। এছাড়া বাংলাদেশ হকি ফেডারেশন, সাঁতার ফেডারেশনকেও বড় অঙ্কের আর্থিক অনুদান দিয়েছে পাপনের নেতৃত্বাধীন বোর্ড। গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে সর্ব প্রথম বিসিবি ৫০ লাখ টাকা বোনাস ঘোষণা করে।



ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com