০৮ জুন : ইতিহাসের এই দিনের উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
০৮ জুন : ইতিহাসের এই দিনের উল্লেখযোগ্য ঘটনা ১৬২৪: পেরুতে ভূমিকম্প আঘাত হানে। ১৬৫৮: পুত্র আওরঙ্গজেব পিতা মোগল সম্রাট শাহজাহানকে পাঁচ দিন অন্তরীণ রেখে আগ্রা দুর্গ দখল করেন। ১৭০০: ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানুটির বদলে ক্যালকাটা লেখা শুরু করে। ১৮৩০: জার্মান আবিষ্কারক কামবোর্জ দিয়াশলাই আবিষ্কার করেন। ১৮৫৫: পর্তুগালের রাজধানী লিসবনে এক ভয়াবহ ভূমিকম্প হলে সেখানে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এবং এর ফলে শহরটির অধিকাংশ স্থাপনা ধ্বংস হয়ে যায়। ১৯২৩: বুলগেরিয়ায় ফ্যাসিস্ট বাহিনী ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতায় আসে। ১৯৩০: রুমানিয়ার রাজা দ্বিতীয় ক্যারালের সিংহাসন পুনর্দখল করে। ১৯৩৬: ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম বদলে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়। ১৯৩৮: জাপান চীনে বোমা বর্ষণ শুরু করে। চীনে জাপানের এই বোমা বর্ষণ দশ দিন ধরে অব্যাহত ছিল। ১৯৩৯: ইংল্যান্ডের রাজা ষষ্ঠ জর্জ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান। ১৯৪৮: ভারত-ব্রিটেন আন্তর্জাতিক বিমান চলাচল শুরু। ১৯৪৯: শ্যাম দেশের নাম বদলে থাইল্যান্ড রাখা হয়। ১৯৫৩: টর্নেডোতে মিশিগান ও ওহাইয়োতে ১১০ জনের মৃত্যু। ১৯৫৯: মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে পারমাণবিক শক্তিচালিত প্রথম সাবমেরিন তৈরি করে। ১৯৬৩: আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ধূমপানবিরোধী প্রচার শুরু করে। ১৯৬৮: বারমুডার সংবিধান গৃহীত হয়। ১৯৬৮: মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডি আর্লিংটনে চিরনিদ্রায় শায়িত হন। ১৯৭০: আর্জেন্টিনায় সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। ১৯৮৮: নাইজেরিয়ায় একনায়ক সানি আবাচারের আকস্মিক মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে গণতন্ত্রের পথ উন্মুক্ত। ১৯৯০: ৪৪ বছরের মধ্যে চেকোশ্লোভাকিয়ায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত। ডাকলাভ হাভেল প্রেসিডেন্ট নির্বাচিত। ১৯৯১: পাকিস্তানের ঘোটকিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১০০ লোক নিহত হয়। ১৯৯২: ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্যারিসে অবস্থানরত একজন ফিলিস্তিনি নেতাকে হত্যা করে। ১৯৯৫: সাইপ্রাসে ৯৯ শতাংশ ভোটার পৃথক তুর্কি সাইপ্রিয়ট রাষ্ট্রের পক্ষে রায় দেয়। ২০০২: বাংলাদেশ পূর্ব তিমুরকে স্বীকৃতি দেয়। জন্ম: ১৩১৮: রাজা দ্বিতীয় এডওয়ার্ডের কন্যা ইলিওনা প্ল্যান্টাগ্যানেট। ১৮৯৭: বাঙালি লেখক ও ঔপন্যাসিক মণীন্দ্রলাল বসু। ১৯০৪: বীরেশচন্দ্র গুহ ভারতের প্রখ্যাত বাঙালি প্রাণরসায়ন বিজ্ঞানী। ১৯১৬: ফ্রান্সিস ক্রিক, ইংরেজ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী। ১৯৫৫: টিম বার্নার্স-লি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক। ১৯৭৫: শিল্পা শেঠি, ভারতীয় অভিনেত্রী৷ মৃত্যু: ৬৩২: মুহাম্মাদ, ইসলাম ধর্মের প্রবর্তক। ১৮০৯: টমাস পেইন, ব্রিটেনের বিখ্যাত লেখক ও দার্শনিক। ১৮৪৫: এন্ড্রু জ্যাক্সন, মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম প্রেসিডেন্ট। ১৯৬৯: হলিউডের খ্যাতনামা অভিনেতা রবার্ট টেলরের মৃত্যু। ১৯৭০: আব্রাহাম মাসলো, একজন আমেরিকান মনোবিজ্ঞানী। ১৯৯১: বিমলকৃষ্ণ মতিলাল, বাঙালি দার্শনিক অধ্যাপক। ১৯৯৮: সানি আবাচা, নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট। ২০১২: সুভাষ চৌধুরী বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিক্ষক গবেষক ও সমালোচক। দিবস: বিশ্ব মহাসাগর দিবস ৷ আজ আন্তর্জাতিক আল-কুদস দিবস। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |