বগুড়ায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশি বাধা
বগুড়া প্রতিনিধি:
|
বগুড়ায় পুলিশের বাধায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি করতে পারেনি বিএনপি। বাধা পেয়ে বিএনপির নেতাকর্মীরা শহরের শহীদ খোকন পার্কের সামনে বিক্ষোভ সমাবেশ করে। বৃহস্পতিবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নববাবাড়ি সড়কের দলীয় কার্যালয় থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) দিকে রওনা দেন। শহীদ খোকন পার্কের কাছে মিছিলটি পৌঁছার পরপরই পুলিশ তাদের বাধা দেয়। পুলিশি বাধা অতিক্রম করতে গেলে সেখানে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশের বাধার মুখে পিছু হটে শহীদ খোকন পার্কের সামনে অবস্থান নেয়। সেখান থেকে বিএনপির একটি প্রতিনিধি দল নেসকো কার্যালয়ে গিয়ে নির্বাহী প্রকৌশলী আব্দুল মুন্নাফের কাছে স্মারকলিপি প্রদান করেন। নির্বাহী প্রকৌশলী আব্দুল মুন্নাফ এসময় স্মারকলিপির বিষয়বস্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস প্রদান করেন। স্মারকলিপি প্রদান শেষে শহিদ খোকন পার্কের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বলেন, ‘অবৈধ সরকার দেশের টাকা ও বিদ্যুৎ সব খাতেই লুটপাট করেছে। শতভাগ বিদ্যুতের কথা বলে তারা দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। বিএনপি যখন সাধারণ মানুষের বিদ্যুৎ ও অধিকার নিশ্চিতের জন্য কর্মসূচি দিচ্ছে, এই অবৈধ সরকার সেখানে পুলিশ দিয়ে বাধা দিচ্ছে। বগুড়াতেও বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে কারণ ছাড়াই পুলিশ বাধা দিয়েছে। সময়মতো এসবকিছুর জবাব নেওয়া হবে।’ যোগাযোগ করা হলে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, বিদ্যুৎ অফিস স্পর্শকাতর ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। সেখানে একসাথে বিপুল পরিমাণ মানুষের প্রবেশ করার সুযোগ নেই। কারণে বিএনপির নেতৃস্থানীয়দের স্মারকলিপি প্রদানে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। অন্যরা সেসময় বাইরে অবস্থান করেন। তিনি বলেন, ‘পুলিশ বিএনপির কর্মসূচিতে কোনোপ্রকার বাধা দেয়নি, বরং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে সহযোগিতা করেছে।’ ডেল্টা টাইমস্/পারভীন লুনা/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |