শাহরিয়ার কবিরের মেয়ে সাফার মরদেহ উদ্ধার
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() শাহরিয়ার কবিরের মেয়ে সাফার মরদেহ উদ্ধার বৃহস্পতিবার (৮ জুন) রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতেই মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয় বনানী থানা পুলিশ। শুক্রবার (৯ জুন) দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বনানীর একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় সাফা কবিরের মরদেহ উদ্ধার করা হয়। রাতেই পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে সাফা কবির আত্মহত্যা করেছেন, সে বিষয়ে জানা যায়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |