আমি আল্লাহর রহমতে সুস্থ আছি এবং ভালো আছি: সাফা কবির
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() সাফা কবির অথচ অভিনেত্রী সাফা কবির সুস্থ আছেন, ভালো আছেন। শুক্রবার বাইকে ছুটির দিনের শুভেচ্ছা জানিয়ে সাফা বলেন, আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন। সাফা আরও বলেন, একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |