বাহরাইনে বিতর্কিত আইন বাতিল
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() বাহরাইনে বিতর্কিত আইন বাতিল সংবাদমাধ্যম খালিজ টাইমস শুক্রবার (৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত ২৩ মে বাহরাইনের পার্লামেন্টর উচ্চকক্ষ সূরা কাউন্সিলে আইনটি বাতিলে ভোটাভুটি হয়। সে সময় কাউন্সিলের সব সদস্য এর পক্ষে ভোট দেন। আর আজ শুক্রবার এটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে। দেশটির দণ্ডবিধির ৩৫৩ অনুচ্ছেদে লেখা ছিল, কোনো ধর্ষক যদি ধর্ষিতাকে শুধুমাত্র বিয়ে করেন তাহলে তিনি ধর্ষণের শাস্তি থেকে রেহাই পাবেন। নারী অধিকারকর্মীসহ সাধারণ মানুষ এ আইনের বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন। ২৩ মে পার্লামেন্টে আইনটি বাতিলের পক্ষে ভোট দেওয়ার পর বাহরাইনের বিচার ও ইসলাম ধর্মবিষয়ক মন্ত্রী নওয়াফ আল মাওয়াদা বলেছিলেন, ‘ধর্ষকরা শাস্তি এড়াতে পারবে না, বাহরাইন একটি ইসলামিক ঐতিহ্যের দেশ যা সব ধর্মকে সম্মান জানায়। সরকারকে আইনগুলো সম্পর্কে অধ্যায়ন এবং উন্নত করতে হবে কারণ সমাজ ও সংস্কৃতিতে পরিবর্তন এসেছে।’ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মধ্যে বাহরাইন সর্বশেষ দেশ যেটি এ বিতর্কিত আইন বিলুপ্ত করল। এর আগে ২০১৭ সালে লেবানন, জর্ডান এবং তিউনিশিয়া একই ধরনের আইন বাতিল করেছিল। -- সূত্র: খালিজ টাইমস, গালফ নিউজ ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |