সোমবার ২ অক্টোবর ২০২৩ ১৭ আশ্বিন ১৪৩০

বাহরাইনে বিতর্কিত আইন বাতিল
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৪:২০ পিএম | অনলাইন সংস্করণ

বাহরাইনে বিতর্কিত আইন বাতিল

বাহরাইনে বিতর্কিত আইন বাতিল

ধর্ষিতাকে বিয়ে করলে ধর্ষণের শাস্তি থেকে মুক্তি দেওয়ার আইন বাতিল করেছে বাহরাইন। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে দীর্ঘদিন এ বিতর্কিত আইনটি ছিল।

সংবাদমাধ্যম খালিজ টাইমস শুক্রবার (৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ২৩ মে বাহরাইনের পার্লামেন্টর উচ্চকক্ষ সূরা কাউন্সিলে আইনটি বাতিলে ভোটাভুটি হয়। সে সময় কাউন্সিলের সব সদস্য এর পক্ষে ভোট দেন। আর আজ শুক্রবার এটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে।

দেশটির দণ্ডবিধির ৩৫৩ অনুচ্ছেদে লেখা ছিল, কোনো ধর্ষক যদি ধর্ষিতাকে শুধুমাত্র বিয়ে করেন তাহলে তিনি ধর্ষণের শাস্তি থেকে রেহাই পাবেন। নারী অধিকারকর্মীসহ সাধারণ মানুষ এ আইনের বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন।

২৩ মে পার্লামেন্টে আইনটি বাতিলের পক্ষে ভোট দেওয়ার পর বাহরাইনের বিচার ও ইসলাম ধর্মবিষয়ক মন্ত্রী নওয়াফ আল মাওয়াদা বলেছিলেন, ‘ধর্ষকরা শাস্তি এড়াতে পারবে না, বাহরাইন একটি ইসলামিক ঐতিহ্যের দেশ যা সব ধর্মকে সম্মান জানায়। সরকারকে আইনগুলো সম্পর্কে অধ্যায়ন এবং উন্নত করতে হবে কারণ সমাজ ও সংস্কৃতিতে পরিবর্তন এসেছে।’

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মধ্যে বাহরাইন সর্বশেষ দেশ যেটি এ বিতর্কিত আইন বিলুপ্ত করল। এর আগে ২০১৭ সালে লেবানন, জর্ডান এবং তিউনিশিয়া একই ধরনের আইন বাতিল করেছিল। -- সূত্র: খালিজ টাইমস, গালফ নিউজ



ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com