রাহানের ব্যাটে ফলোঅনের লজ্জা এড়াল ভারত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৭:৩৩ পিএম

রাহানের ব্যাটে ফলোঅনের লজ্জা এড়াল ভারত

রাহানের ব্যাটে ফলোঅনের লজ্জা এড়াল ভারত

অস্ট্রেলিয়ার দেওয়া ৪৬৯ রানের জবাবে ফলো-অনের শঙ্কায় পড়ে গিয়েছিল ভারত। প্যাট কামিন্স ও স্কট বোলান্ডের তোপে রোহিত-কোহলিরা দাঁড়াতেই পারছিলেন না। ফলে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে মাত্র ১৫১ রান তুলতে পারে ভারত। ফলো-অন এড়াতে তাদের দরকার ছিল আর ১১৯ রান। সেই গর্ত থেকে রোহিতদের উদ্ধার করেছেন অজিঙ্কা রাহানে ও শার্দূল ঠাকুর। দুজনের একশ রানের বেশি জুটিতে অলআউট হওয়ার আগে ভারত করেছে ২৯৬ রান।

তবে ফলো-অন এড়ালেও, অস্ট্রেলিয়া ১৭৩ রানের বড় লিড পেয়েছে। যা তাদেরকে এখনও শিরোপার লড়াইয়ে এগিয়ে রেখেছে অনেকটাই। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার আরও বড় পুঁজি গড়ার পথ তৈরি করেছে এই লিড। অবশ্য আরও আগেই ভারত গুটিয়ে যেতে পারত। দুটি সহজ ক্যাচ এবং নো বলের কারণে নিশ্চিত আউট থেকে বেঁচে গিয়েছেন রাহানেরা। যা তাদের সাথে অজিদের ব্যবধান কমানোর সুযোগ এনে দিয়েছে।

দ্বিতীয় দিন রাহানের সাথে অপরাজিত ছিলেন উইকেটরক্ষক ব্যাটার শ্রীকর ভারত। তৃতীয় দিন সকালে ক্রিজে এসে প্রথম বলে সিঙ্গেল রান নিয়ে নন-স্ট্রাইকে যান রাহানে। দিনের প্রথম বলের মোকাবিলাতেই বোলান্ডের বলে বোল্ড হয়ে যান ভারত। আগেরদিন অপরাজিত থাকা ৫ রানের সাথে তিনি আর রান যোগ করতে পারেননি। ফলে আগেরদিন দ্রুত উইকেট হারানোর শঙ্কা অবারও চেপে বসে ভারত শিবিরে।

এরপরই পাল্টা আঘাত দেওয়ার লক্ষ্যে জুটি বাঁধেন রাহানে ও শার্দূল ঠাকুর। দুজনের জুটিতে এসেছে ১০৯ রান। তবে ফলো-অন এড়ানোর খানিক আগেই ফিরে যান রাহানে। সেঞ্চুরির পথে থাকা ডানহাতি এই ব্যাটারকে ৮৯ রানে আউট করে দেন কামিন্স। এই রান করতে রাহানে ১২৯ বলে ১১টি চার এবং একটি ছক্কা হাঁকান। অবশ্য অজি স্লিপার ক্যাচ হাতছাড়া না করলে রাহানে-শার্দূলের জুটি আরও আগেই ভাঙতে পারত। রাহানের বিদায়ের পর ১০ রানের ব্যবধানে ফেরেন পেসার উমেশ যাদবও।

এরপর টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরির দেখা পান শার্দূল। তবে এই অর্জনের পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনি। শেষদিকে মোহাম্মদ শামি আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলেও, ২৯৬ রানে গুটিয়ে যায় ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন অধিনায়ক কামিন্স। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, বোলান্ড ও ক্যামেরন গ্রিন। একমাত্র স্পিনার নাথান লায়ন একটি উইকেট নিয়েছেন।



ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com